নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ
হাতে মাত্র আর কয়েক ঘন্টা। রাত পোহালেই ভোট। মানে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন। আর তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত নির্বাচন কমিশন।
আগামীকাল সকাল সাতটা থেকে ভোট দান শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা পৌঁছে গেছে। তবে বেশ কিছু জায়গা থেকে কিছু অব্যবস্থার কথা জানা যাচ্ছে। কালিয়াগঞ্জ এর ৬৯,৭০,৮০ নম্বর বুথে প্রায় একঘন্টা হয়ে গেল ভোট কর্মীরা দাঁড়িয়ে রয়েছে এখনও ভোটকক্ষে তারা যেতে পারেনি এ নিয়ে নেতাদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। আবার বহু জায়গায় ভোট কর্মীরা ভোট কক্ষে ঢুকে আগামীকালের ভোটের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে।
বিভিন্ন জায়গায় দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর সাথে সাথে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী কেউ তারা ইতিমধ্যে ভোট কেন্দ্র পাহারা দিতে শুরু করে দিয়েছে।
রবিবার সকাল হতেই ভোট কর্মীরা ডিসিআরসি থেকে ইভিএম (EVM), ভিভি প্যাট (VVPAT) সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে রওনা দেবেন নিজ নিজ বুথে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কালিয়াগঞ্জ বিধানসভায় ২৭০ টি বুথে মোট ১৫৭৮ জন ভোটকর্মী এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত। কালিয়াগঞ্জ বিধানসভায় মোট ভোটার রয়েছে মোট ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন। নির্বাচন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করার পাশাপাশি থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584