নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আগামী ১২ মে ষষ্ঠ দফার ভোট।ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশ মত ১০মে বিকেলের মধ্যে,সমস্ত রাজনৈতিক দলগুলির প্রচার পর্ব শেষ করতে হবে।সেই লক্ষ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে শেষ মুর্হুতের ভোট প্রচারে।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে পদযাত্রার মাধ্যমে ভোট প্রচার সেরে ফেললেন সিপিআইএম নেতা রবীন দেব।এদিন চন্দ্রকোনা রোড স্টেশন সংলগ্ন সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল বেরিয়ে এসে গোটা শহর পদক্ষিণ করে।
আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে ভোট প্রচারে জেলার নাট্যশিল্পীরা
অন্যদিকে নয়াবসতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে টলিউড তারকা নায়িকা ইন্দ্রাণী হালদারের হুড খোলা গাড়িতে ভোট প্রচার সেরে ফেললেন।এদিন তারকা নায়িকাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584