মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার বজ্রআঁটুনিতে শেষ মূহুর্তের প্রস্তুতি

0
54

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

মাওবাদীদের শহীদ সপ্তাহে জঙ্গলমহলে তাদের পুরোনো ঘঁটিতে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।২৬শে নভেম্বর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন।

নিজস্ব চিত্র

সোমবার দুপুর দুটোয় ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের মাঠে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী প্রথম যোগদান করবেন।

 

নিজস্ব চিত্র

চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি,সভা থেকে তিনি সরকারি উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন।পাশাপাশি তিনি সেদিন একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী জঙ্গলমহল সফরে এবার লোধা-শবরদের কথা মাথায় রেখে বাড়তি কিছু ঘোষণা করতে পারে,এমনটাই মনে করছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন।

নিজস্ব চিত্র

এরপর তিনি সেখান থেকে বেরিয়ে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনিক বৈঠক করবেন।পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।ঝাড়খণ্ড এবং ওড়িশা সীমানা সিল করে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পুলিশ জোরদার তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে রবিবার থেকেই।জামবনীর কাপগাড়ির গোটা এলাকা পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

নিজস্ব চিত্র

প্রশাসন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় এতটুকু ফাঁক রাখতে চায় না তাই আগে থেকেই এত কড়া ব্যবস্থা।সভা শেষে মুখ্যমন্ত্রী থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট লজে।মঙ্গলবার দুপুরে তিনি ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

আরও পড়ুনঃ প্রকাশ্য জনসভায় দলের বুথ সভাপতিদের শাসন অনুব্রতর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here