নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই বিবিসিডি বা বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা কনভেনশন সেন্টারে। এই প্রথম কলকাতার বাইরে জেলায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন। সমুদ্র সৈকতের পারে কনভেনশন সেন্ট্রাল হলে বসতে চলেছে চাঁদের হাট।
এবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন ১২০০ জনপ্রতিনিধি। ভারতের শিল্পপতিদের সাথে থাকবেন বিদেশের শিল্পপতিরা। ১৮টি দেশ থেকে প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধি এবার যোগ দিচ্ছেন বিশ্ব বাণিজ্য সম্মেলনে। শহরের বিভিন্ন ৮টি বড় হোটেলে রাখার ব্যবস্থা হয়েছে প্রতিনিধিদের।
এরপর সোজা কলকাতা থেকে দীঘা আসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে। ৫টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে দীঘাতে। দীঘা কাটাউট ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে। রাস্তার উপরে বড় বড় হোডিং লাগিয়েছে রাজ্য সরকার। আলোর রোশনাই সেজে উঠেছে দীঘার বিশ্বমানের কনভেনশন সেন্টার হল।
আগামীকাল অর্থাৎ ১১ ডিসেম্বর দুপুর ২ টোয় কনফারেন্স শুরু হওয়ার কথা রয়েছে। রাজ্য সরকারের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রী অমিত মিত্র, কলকাতার মেয়র ফিরহাদ(ববি) হাকিম, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্যরা। এবারের সম্মেলনের ফোকাস থাকছে মূলত সমুদ্র উপকূলবর্তী পর্যটনের উপর।
এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর জোর দেওয়া সূত্র মারফত জানা যায়। বিশ্ব বাণিজ্য সম্মেলন পাখির চোখ করে রেখেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ধারণা এই বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিরা বিনিয়োগ করবে পশ্চিমবঙ্গে। বিনিয়োগের আশা পূরণ হবে কি রাজ্য সরকারের তা জানা যাবে আর কয়েক ঘণ্টা পর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584