নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বর্তমান পরিস্থিতিতে খাদ্যে রাসায়নিক প্রক্রিয়া এত বেশি মেশানোর কারণে ১০০ বছর বেঁচে থাকা অবাস্তব ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা মাহেশ্বরী চন্দ, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২০ বছর ৷
তার শবযাত্রা ঘিরে পরিবারের লোকেদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷জানা গিয়েছে মহেশ্বরী চন্দের নাতি ৫৬ জন, সব মিলিয়ে পরিবারের সদস্য সংখ্যা ১২০ জন।
নাতি সুনীল চন্দ বলেন,’মৃত্যু হয় দুঃখের কিন্তু এই মৃত্যু আনন্দের। কারণ, দিঘার বুকে এত বয়স্ক মানুষের মৃত্যু এই প্রথম। তাই আমরা দিদার মৃত্যুতে শবযাত্রা করছি।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে বিজেপি কর্মীর কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
রাস্তায় ছড়ানো হল ফুল ও আবীর,ফাটানো হল আতস বাজি, চলল ব্যাণ্ড সহ উদ্যাম নৃত্য, এই অভিনব পদ্ধতির শবযাত্রা দেখে হতবাক দিঘার আমজনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584