শেষ হল ‘ওগো নিরুপমা’র শুটিং

0
344

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বিদায়ের ঘণ্টা বাজল ‘ওগো নিরুপমা’রও। শেষ হল এই ধারাবাহিকের শুটিং। শুরুর দিন থেকে জমে ওঠে আবির-নিরুপমার কেমেস্ট্রি। কিন্তু বেশিদিন তা স্থায়ী হল না৷ শেষের পথে ধারাবাহিক। আজ ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা মৈনাক ঢোল এবং পূর্বাশা দেবনাথ। এতদিনের জার্নি মিস করবেন সকলেই। শেষ দিনের শুটিঙে গ্রুপ ছবি শেয়ার করেছেন সকলে।

Ogo Nirupama
ছবি: সংগৃহীত

মৈনাক লিখেছেন, “সব শুরুর একটা শেষ আছে। সেই নিয়মেই আজ শেষ হলো ওগো নিরুপমার শ্যুটিং। আমাদের দশমাসের যাত্রাপথ। ভালো খারাপ সব রকম মুহূর্ত থাকলেও ভালো মুহূর্তগুলো এত বেশী যে খারাপ গুলো ম্লান হয়ে যায় আর মনেই আর পড়েনা। প্রথমেই ধন্যবাদ জানাবো স্নিগ্ধা ম্যামকে আমাকে এই চরিত্র টা দেওয়ার জন্য আমায় ভরসা করার জন্য। মৈনাক রায় চৌধুরি চরিত্র টা করে আমি খলচরিত্রে অভিনয়ের ইচ্ছেটা পূরন করতে পেরেছি। অ্যাক্রোপোলিস এন্টারটেইনমেন্ট এর কাছে আমি কৃতজ্ঞ।

Ogo Nirupama team
ছবি: সংগৃহীত

আমি আমার পুরো ইউনিট এর কাছে ভীষনভাবে কৃতজ্ঞ আমায় এতোটা ভালোবাসা দেওয়ার জন্য আর ফ্লোরে একটা কমফোর্ট জোন দেওয়ার জন্য। যেটা আমায় ভালো অভিনয় করার ক্ষেত্রে খুব সাহায্য করেছে।
এই ধারাবাহিক থেকে অনেক কিছু পেয়েছি। মানুষ আমায় মৈনাক রায় চৌধুরী নামে চেনে আর ভালোবাসে আর প্রশংসা করে যেটা আমার বড় প্রাপ্তি।

এইখান থেকে পেয়েছি অনেক ভালো মানুষের সান্নিধ্য। পেয়েছি তুলিকা ম্যাম, তনুকা ম্যাম, অনুরাধা ম্যাম, বিকাশ আঙ্কল আর অর্ঘ্য আঙ্কল এর স্নেহ। পেয়েছি টুলুদা আর মনোজ দার মতো মানুষের অভিনয় শিক্ষা।
গৌরবদা,প্রসূন,প্রীতম, দীপায়ন এদের সাথে খুনসুটি-আড্ডা- গল্প এগুলো আমাকে কাজের মাঝে অক্সিজেন দিয়েছে। যেগুলো আমি খুব খুব মিস করবো।

Ogo Nirupama Shooting
ছবি: সংগৃহীত

অর্কজা, উজানি, পৌষমিতাদি, পূর্বাশা, প্রেরনাদি, স্নেহা, সৌমি সবার সাথে কাজ করে আমি খুব খুশি।
তোমাদের সবার সাথে কাটানো মুহূর্ত গুলো আমি খুব যত্ন করে রাখবো যেভাবে পুরো “ওগো নিরুপমা” টিম আমায় এতোদিন যত্ন করে রেখেছিলো। কাল থেকে আর মৈনাক রায় চৌধুরির মেকআপটা আর হবে না। রুম্পা আর বলবে না “তাড়াতাড়ি কস্টিউমটা পরর নে”। রুপক আর স্ক্রিপ্ট দিয়ে বলবে না “ভালো করে পড়ে নে সিন টা”।

মৈনাক রায় চৌধুরী হয়ে হয়তো আর ক্যামেরার সামনে ভিলাইনের সাত নম্বর ফ্লোর টাতে আর যাবো না। কিন্তুু বাকী মানুষ গুলোকে কিন্তুু আবার অন্যকোনো জায়গায় এই ভাবেই পেতে পারি আমার সাথে। তখন আবার এই মুহূর্ত গুলোর পুনরাবৃত্তি হবে। ছোট্ট ইণ্ডাস্ট্রি আর গোল পৃথিবী এই দুটোই তো আমাদের সবাইকে কোথাও না কোথাও মিলিয়ে দেবে। ব্যাস তখনই আবার হবে ম্যাজিক।

আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা আমার “ওগো নিরুপমা” এর যাত্রাপথ শেষ কিন্তুু এই যাত্রাপথে আমার সাথে থাকা মানুষগুলোর সাথে আমার ভালোবাসার গল্পটা সবে শুরু। আর দর্শক বন্ধুদের সবাইকে ধন্যবাদ এতদিন আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থেকো সুস্থ থেকো।”

আরও পড়ুনঃ বাজল বিদায়ের ঘণ্টা, শেষ হল ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের শুটিং

Arkaja Purbasha
ছবি: সংগৃহীত

পূর্বাশা দেবনাথ পোস্টে লিখেছেন – “ওগো নিরুপমা দীর্ঘ পথচলা আজ শেষ হলো। তবে আমি শেষ থেকে শুরুতেই বিশ্বাসী। অনেক সুন্দর মুহূর্ত, অনেক অভিজ্ঞতা, অনেক ভালোবাসা আমার ছোট্ট ঝুলিতে পুরে নিলাম। যাদের ধন্যবাদ না দিলে এই পোস্টটা সম্পূর্ণ হবে না অ‍্যাক্রোপলিস, সানিদা, স্নিগ্ধাম‍্যাম, পায়েল দি Payel Sarkar, অর্ণব দা Arnab Roy আর আমাদের প্রিয় দর্শক। আমাকে হয়তো আর কেউ পিয়া বলে ডাকবে না কিন্তু নামটা থেকে যাবে স্মৃতির পাতায়।

এবার আসি যাদের ছাড়া এই কাজটা সম্পূর্ণ হতো না তাদের কথায় আমার ওগো নিরুপমার পুরো টিম। যাদের ছবি আছে দিলাম যাদের সাথে নেই তারাও মনে আছে এবং থাকবে। আর মন থেকে ধন্যবাদ জানাতে চাই ওগো নিরুপমার প্রত‍্যেক কলাকুশলীদের যারা ক‍্যামেরার পেছনে থেকে আমাদের সাহায্য করেছেন এবং আমাদের খেয়াল রেখেছেন। সবশেষে একরাশ ভাললাগা আর অনেকটা মনখারাপ রইল। তবে প্রার্থনা করি আবার দেখা হোক। কাজ হোক একসাথে।”

আরও পড়ুনঃ ‘কাদম্বরী আজও’ একইরকম, জুটি বাঁধছেন অঙ্কিতা-অমিতাভ

তবে, দুই মুখ্য চরিত্রাভিনেতা গৌরব বা অর্কজার তরফে এখনও কোনও আবেগঘন পোস্ট নজরে আসেনি।হারিয়ে গেছে নিরুপমা। নদীর স্রোতে ভেসে গিয়েছে সে– সাম্প্রতিক প্রোমো এই তথ্যই জানায়। তবে কি নিরুপমার চলে যাওয়াতেই শেষ হবে এই ধারাবাহিক? নাকি হ্যাপি এন্ডিং দেখবে দর্শক, সেটাই দেখার। চোখ রাখুন টিভির পর্দায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here