শেষ সম্বল জমি বিক্রি করে প্রশিক্ষণ,চাকরি না পেয়ে অবসাদে আত্মঘাতী যুবক

0
161

মনিরুল হক, কোচবিহারঃ

last stock field sale for education
মোকসেদুল।ফাইল চিত্র

চাকরির আশায় জমি বিক্রি করে ডিএলএড করেছিল। দীর্ঘদিন অপেক্ষা করার পরেও কোনও চাকরি না পাওয়ায় অবশেষে বিষ খেয়ে আত্মঘাতী হল ওই যুবক।মৃত যুবকের নাম মোকসেদুল হক(২৮)।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায়।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জমি বিক্রি করে ডিএলএড করেছিল মোকসেদুল।কিন্তু চাকরি না পেয়ে সম্প্রতি হতাশায় ভুগছিল সে।এরপর বৃহস্পতিবার ভোর রাতে বিষ খায় মোকসেদুল।তাঁর গোঙানির শব্দ শুনে তাঁর ঘরে ছুটে যায় পরিবারের সদস্যরা। তাঁকে ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে মেখলিগঞ্চ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পরে তাঁকে জলপাইগুড়ি সুপার স্প্যেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: চাকরির নিয়োগপত্র পেয়ে রাজ্যসরকারকে কৃতজ্ঞতা রাজকুমারের স্ত্রীর 

এই ঘটনায় মোকসেদুলের কাকা মোস্তাফা আলি জানান, “বরাবরই মেধাবি ছেলে ছিল মোকসেদুল। বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ। তার পরও মন দিয়ে পড়াশুনো চালিয়ে গিয়েছিল।একটা চাকরি পেলে হয়ত বাড়ির আর্থিক অবস্থা ভাল হবে।সেই জন্যে চাকরির আশায় জমি বিক্রি করে ডিএলএড করে সে। কিন্তু তার পরও চাকরি পাচ্ছিল না।এর জেরে হতাশায় ভুগছিল সে। বৃহস্পতিবার রাতে বিষ খায় মোকসেদুল।আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না”।পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here