নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
মৃত প্রিসাডিং অফিসার রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায় বর্মনের হাতে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মীনা। স্বাভাবিকভাবেই স্বামীর মৃত্যুর পর সরকারি চাকরি পাওয়ায় রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্পিতা দেবী। তাকে উত্তর দিনাজপুর জেলাশাসকের কার্যালয়ের আপ্ত সহায়ক বিভাগের করণিক পদে নিয়োগ করল রাজ্য সরকার।উল্লেখ্য, ১৪ মে পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৪৮ নম্বর বুথে কর্মরত ছিলেন রায়গঞ্জের বাসিন্দা রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। এরপর বুথ থেকেই সেদিন সন্ধ্যায় নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ২৪ ঘন্টা পর ১৫ মে রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় রাজকুমার রায়ের ক্ষতবিক্ষত মৃতদেহ। জেলা পুলিশ প্রশাসন এই মৃত্যুকে আত্মহত্যা বলে জানালে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শিক্ষক সমাজ। প্রিসাইডিং অফিসার শিক্ষক হত্যার ঘটনায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলে রাজ্যের শিক্ষক সমাজ। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রিসাইডিং অফিসার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মৃত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা দেবীর সাথে কথা বলেন।
শিক্ষকের মৃত্যুর এক সপ্তাহ পরে জেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সাহায্য হিসেবে অর্পিতা দেবীর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছিল। এরপরেই অর্পিতা দেবী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে চাকুরির আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার প্রয়াত প্রিসাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায় বর্মনকে উত্তর দিনাজপুর জেলাশাসকের কার্যালয়ে করণিক পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। এদিন সেইমত উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা রাজকুমার কুমার রায়ের স্ত্রী অর্পিতা রায় বর্মনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584