শ্যামল রায় বর্ধমান:
পূর্ব বর্ধমান জেলায় দুই সাংসদ হচ্ছেন মমতাজ সংঘমিত্রা ও সুনীল মন্ডল সাংসদের বরাদ্দকৃত অর্থ খরচ না করায় আটকে পরল দ্বিতীয় কিস্তির আড়াই কোটি টাকা করে মোট 5 কোটি টাকা।
শাসক দলের দুই সংসদের টাকা খরচ না হওয়ার কারণে প্রশ্ন উঠেছে শাসক দলের নেতাদের কাছেই।
পঞ্চায়েত ভোটের মুখে এই ধরনের ব্যর্থতা অসস্তি পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে।
বর্ধমান দুর্গাপুর লোকসভার সদস্য মমতাজ তার তুলনায় বর্ধমান পূর্ব লোকসভার সদস্য সুনীল মণ্ডল খরচের দিকে কিছুটা এগিয়ে থাকলেও শাসক দলের নেতা-নেত্রীদের কাছে প্রশ্ন উঠেছে কেন উন্নয়নমূলক কাজে তাদের বরাদ্দ অর্থ খরচ করা হলো না।
জানা গিয়েছে যে বর্ধমান-পূর্ব লোকসভা সদস্য সংসদ এর কোঠায় 17-18 আর্থিক বছরে দ্বিতীয় কিস্তি বাবদ আড়াই কোটি টাকা এখনো খরচ না হওয়ার কারণে দ্বিতীয়বারের জন্য বরাদ্দ অর্থ আটকে রয়েছে।
আরও উল্লেখ্য যে প্রত্যেক সংসদ সদস্য ও নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য প্রতিবছর 5 কোটি টাকা বরাদ্দ হয়।
পাঁচ বছরে টাকার পরিমাণ 25 কোটি টাকা দাঁড়ায়।
2014 সালের পর থেকে এখনও অবধি একজন সংসদ সদস্য ওর পাওনা কুড়ি কোটি টাকা।
14-15 আর্থিক বছর থেকে এখনও অবধি চারটি আর্থিক বছরে মোট প্রাপ্য কুড়ি কোটি টাকা।
কিন্তু 17-18 38 বছরে বরাদ্দ টাকা ঠিকমতো খরচ না হওয়ায় পূর্ব বর্ধমান জেলার দুই সাংসদের দ্বিতীয়বারের জন্য পাওনা টাকা আটকে পড়েছে।
জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান এ দুই সংসদ সদস্য এখনও পর্যন্ত মাথাপিছু পেয়েছেন সাড়ে 17 কোটি টাকা।
এবং সেই টাকা ঠিকমত খরচ হয়নি যার ফলে দ্বিতীয়বারের জন্য পাওনা আড়াই কোটি টাকা করে মোট 5 কোটি টাকা আটকে পড়ে রয়েছে।
শুক্রবার পূর্ব বর্ধমান সাংসদ সুনীল মণ্ডল জানিয়েছে যে বিষয়টি আমি খতিয়ে দেখা হচ্ছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584