নাজমুল আলম,টেক ডেস্কঃ
স্যামসাং গালাক্সি এম সিরিজ বের করার পর, গালাক্সি ‘এ’ সিরিজ নিয়ে হাজির হলো। প্রতিযগিতায় ওপো,ভিভো ও শাওমির সঙ্গে টিকে থাকার জন্য।ফোনগুলি যথেষ্ট আকর্ষনীয় এতে কোন সন্দেহ নেই।এর মধ্যে এ১০ বাজেট ফোন, দাম ও সাধ্যের মধ্যে।এক ঝলকে দেখা যাক ফোন গুলির ফিচার।
গালাক্স্যি এ১০-
ফোন টিতে রয়েছে ৬.২ ইঞ্চি ইনফিনিতট ভি এইচ ডি ডিসপ্লে সঙ্গে ৭২০*১৫২০
পিক্সেল রেজুলেশন।অক্টাকোর ৭৮৮৪ জাইনস প্রসেসর।২জিবি র্যাম ও ৩২ জিবি রম।থাকছে ১৩ মেগাপিক্সেল বিশিষ্ট সিংগেল ক্যামেরা ও ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।৩৪০০ আম্পিয়ার ব্যাটারি।ফোনটির দাম পড়বে ৮৪৯০ টাকা।
গালাক্স্যি এ ৩০-
এই ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি সুপার অ্যামলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে।রেজ্যুলেসন হলো ১০৮০*২৩৪০।অক্টাকোর প্রসেসর জাইনস ৭৯০৪ সঙ্গে ৪জিবি র্যাম ও ৬৪ এক্সটারনাল স্টোরেজ যেটাকে ৫১২ জিবি পর্যন্ত বাড়ান যায়। রেয়ার ক্যামেরা হলো ১৬ ও ৫ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা হল ২৫ মেগাপিক্সেল।ব্যাটারি ৪০০০আম্পিয়ার।ফোনটির দাম পড়বে ১৬৯৯০। ২রা মার্চের আশপাশে ফোনটি বাজারে পাওয়া যাবে।
গালাক্স্যি এ৫০-
এই ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি সুপার অ্যামলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে।রেজুলেসন হলো ১০৮০*২৩৪০।ফোনের বডি ও ডিসপ্লে অনুপাত হল ৯১.৬ শতাংশ।প্রসেসর হল জাইনস অক্টাকোর ৯৬১০ সঙ্গে ৪/৬ জিবি র্যাম ও ৬৪ জিবি রম,বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত। পেছনে ২৫,৮,ও ৫ মেগাপিক্সেল বিশিষ্ট তিনটি ক্যামেরা আছে,সামনে আছে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুনঃ প্রথম ফোল্ডিং স্মার্ট ফোন আনছে স্যামসাং
ব্যাটারি ৪০০০ আম্পিয়ার।থাকছে ১৫ ওয়াট বিশিষ্ট চার্জার।দাম পরবে ১৯৯৯০ (৪জিবি) ও ২২৯৯০(৬জিবি)।মার্কেটে পাওয়া যাবে ২রা মার্চের পরে থেকে।সেলফোন প্রেমীদের জন্য নিয়ে আসা এই মডেল গুলি ভালো বাজার করবে বলেই আশাবাদী কোম্পানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584