স্যামসাং-এর নতুন বাজেট স্মার্ট ফোন

0
331

নাজমুল আলম,টেক ডেস্কঃ

Launch New smart phone of Samsung
ছবিঃ প্রতিবেদক

স্যামসাং গালাক্সি এম সিরিজ বের করার পর, গালাক্সি ‘এ’ সিরিজ নিয়ে হাজির হলো। প্রতিযগিতায় ওপো,ভিভো ও শাওমির সঙ্গে টিকে থাকার জন্য।ফোনগুলি যথেষ্ট আকর্ষনীয় এতে কোন সন্দেহ নেই।এর মধ্যে এ১০ বাজেট ফোন, দাম ও সাধ্যের মধ্যে।এক ঝলকে দেখা যাক ফোন গুলির ফিচার।

গালাক্স্যি এ১০-

ফোন টিতে র‍য়েছে ৬.২ ইঞ্চি ইনফিনিতট ভি এইচ ডি ডিসপ্লে সঙ্গে ৭২০*১৫২০
পিক্সেল রেজুলেশন।অক্টাকোর ৭৮৮৪ জাইনস প্রসেসর।২জিবি র‍্যাম ও ৩২ জিবি রম।থাকছে ১৩ মেগাপিক্সেল বিশিষ্ট সিংগেল ক্যামেরা ও ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।৩৪০০ আম্পিয়ার ব্যাটারি।ফোনটির দাম পড়বে ৮৪৯০ টাকা।

গালাক্স্যি এ ৩০-

এই ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি সুপার অ্যামলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে।রেজ্যুলেসন হলো ১০৮০*২৩৪০।অক্টাকোর প্রসেসর জাইনস ৭৯০৪ সঙ্গে ৪জিবি র‍্যাম ও ৬৪ এক্সটারনাল স্টোরেজ যেটাকে ৫১২ জিবি পর্যন্ত বাড়ান যায়। রেয়ার ক্যামেরা হলো ১৬ ও ৫ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা হল ২৫ মেগাপিক্সেল।ব্যাটারি ৪০০০আম্পিয়ার।ফোনটির দাম পড়বে ১৬৯৯০। ২রা মার্চের আশপাশে ফোনটি বাজারে পাওয়া যাবে।

গালাক্স্যি এ৫০-

এই ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল এইচ ডি সুপার অ্যামলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে।রেজুলেসন হলো ১০৮০*২৩৪০।ফোনের বডি ও ডিসপ্লে অনুপাত হল ৯১.৬ শতাংশ।প্রসেসর হল জাইনস অক্টাকোর ৯৬১০ সঙ্গে ৪/৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম,বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত। পেছনে ২৫,৮,ও ৫ মেগাপিক্সেল বিশিষ্ট তিনটি ক্যামেরা আছে,সামনে আছে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা।

আরও পড়ুনঃ প্রথম ফোল্ডিং স্মার্ট ফোন আনছে স্যামসাং

Launch New smart phone of Samsung
ছবিঃ প্রতিবেদক

ব্যাটারি ৪০০০ আম্পিয়ার।থাকছে ১৫ ওয়াট বিশিষ্ট চার্জার।দাম পরবে ১৯৯৯০ (৪জিবি) ও ২২৯৯০(৬জিবি)।মার্কেটে পাওয়া যাবে ২রা মার্চের পরে থেকে।সেলফোন প্রেমীদের জন্য নিয়ে আসা এই মডেল গুলি ভালো বাজার করবে বলেই আশাবাদী কোম্পানি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here