নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে চতুর্থ পাখি উৎসব শুরু হল সোমবার। চলবে চার দিন। ৯ জানুয়ারি এই উৎসবের সমাপ্তি হবে। গোটা দেশ থেকে পাখি বিশেজ্ঞরা এই পাখি উৎসবে সামিল হয়েছেন।
তাবু পড়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত এই পাখি উৎসবের উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের সদস্য অনিনেশ বসু ও বিশ্বজিত রায় চৌধুরি।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, “এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রাজাভাতখাওয়াতে পাখি উৎসবের সূচনা হল। ৬ থেকে ৯ জানুয়ারি এই উৎসব হবে। বেশ কয়েকজন পাখি বিশেষজ্ঞ এই উৎসবে সামিল হয়েছেন। তারা পাখি চেনাবেন। পাখিদের সংরক্ষন সহ নানান বিষয়ে আলোচনা করবেন। সেমিনার আলোচনা মিলিয়ে জমজমাট হবে এই পাখি উৎসব।”
উল্লেখ্য ‘বক্সা বার্ড ফেসটিবল’ ২০১৬ সালে শুরু হয়েছিল। পাখি উৎসবে পাখি বিশেষজ্ঞদের সাথে থাকেন বিভিন্ন স্বেচ্ছা সেবী সংস্থ্যার কর্মীরাও। এই উৎসবে পাখি দেখা, পাখি চেনা এবং কি কি পাখি দেখা হল তার চেক লিস্ট তৈরি করে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584