মনিরুল হক, কোচবিহারঃ
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যান বিভাগের উদ্যোগে শুরু হল কোচবিহার জেলা ছাত্র যুব উৎসব। সোমবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে দুদিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন কোচবিহার জেলার পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পবন কার্ডিয়ান, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় প্রমুখ।
সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে রাজ্য সরকারের যুব কল্যাণ বিভাগ এই উৎসবের আয়োজন করে আসছে। ইতিমধ্যে কোচবিহার জেলার ১২টি ব্লক ও ৬টি পুর অঞ্চলে এই উৎসব হয়েছে। সেখানকার হয়ে যাওয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা সর্ব সাধারণ বিভাগের সফল প্রতিযোগীরা জেলা স্তরে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়াও ১৩টি বিষয়ে সরাসরি প্রতিযোগিতা হয় জেলা স্তরে। ব্লক ও শহর স্তরে এই উৎসবে শিশু কিশোরেরাও অংশ নিয়েছিল।জেলা স্তরের সফল প্রতিযোগীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পাবে।
রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে মনিপুরী, কুচ্চিপুরি, গোড়িয়, হিন্দুস্থানী কণ্ঠ সঙ্গীত, মৃদঙ্গগম, সেঁতার, বসে আঁকো, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ রচনা এবিষয় গুলিতে বলে যুব কল্যাণ বিভাগ সূত্রে জানা যায়। দুদিনের এই ছাত্র যুব উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় ১২০০ প্রতিযোগী অংশ নেবে বলে আশা করছে কোচবিহার জেলা ছাত্র যুব উৎসব কমিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584