কালিয়াগঞ্জে তরঙ্গপুরে দুই দিনব্যাপী জেলা উত্তরবঙ্গ উৎসবের সূচনা

0
85

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী সোমবার বিকালে।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন,উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,অতিরিক্ত জেলা শাসক রীনা জোশী,মহকুমা শাসক অর্ঘ ঘোষ, কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিং, কালিয়াগঞ্জের পুরপিতা কার্তিক চন্দ্র পাল, ইসলামপুরের পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পুরসভার উপ-পুরপিতা বসন্ত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।

নিজস্ব চিত্র

মন্ত্রী গোলাম রাব্বানী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উত্তরবঙ্গের উন্নয়নের জন্য করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়।উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্যই এই উত্তরবঙ্গ উৎসবের সৃষ্টি। তাও রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার শিলিগুড়িতে কেন্দ্রীয়ভাবে উৎসবের উদ্বোধনের পর আমরা উত্তরবঙ্গের সব জেলায় একটি করে এই ধরনের জেলা উৎসব উত্তরবঙ্গের সর্বত্র শুরু করেছি।এই উৎসবে যেমন বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যাবস্থা করা হয়েছে তেমনি দুইদিনব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠানেরও ব্যাবস্থা করা হয়েছে।

নিজস্ব চিত্র

জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন, উত্তরবঙ্গ উৎসবের মধ্য দিয়েই রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজ কর্ম কেমন হয়েছে বা হচ্ছে তা জনগনের সামনে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন বলেন এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই ধরনের উদ্দেশ্য থাকে এক মানুষদের উন্নয়ন সম্পর্কে ধারনা দেওয়া অন্যদিকে এলাকার সাংস্কৃতিক বিকাশ ঘটা।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ উৎসব শুরু হল কোচবিহারে

নিজস্ব চিত্র

আজকের অনুষ্ঠানের পূর্বেই মুখা নৃত্য ও আদিবাসী নৃত্য সবার নজর করে।জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবদাস বলেন দুইদিনের সাংষ্কৃতিক অনুষ্ঠানে জেলার লোকশিল্পীরা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here