মনিরুল হক, কোচবিহারঃ
জেলার বিভিন্ন নথিকে খুব কম সময়ে ও স্বচ্ছভাবে সংরক্ষণ করার জন্য সূচনা হল ই-কার্যালয়ের। বুধবার কোচবিহার জেলাশাসক করনের ১ নং কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়। এদিন ৩টি ফাইল খোলার মাধ্যমে এই কর্মসূচির উদ্ধোধন হয়। জানা গেছে, এই পরিষেবা চালুর মাধ্যমে মূলত জেলার সমস্ত কাজ এতদিন কাগজে কলমে করা হত কিন্তু এবার থেকে তা আর হচ্ছে না। মেলের মতোই প্রত্যেকটি বিবরণ জেলার বিভিন্ন কার্যালয়ে খুব কম সময়েই পৌঁছে যাবে। পাশাপাশি সেই তথ্য গুলি সংরক্ষণ করা যাবে বলেও জানানো হয়।
আরও পড়ুনঃজলঙ্গী ব্লক কৃষি আধিকারিকের উদ্যোগে মৃত্যুকালীন দু’লক্ষ টাকার চেক বিতরণ
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কার্ডিয়ান, সদর মহকুমাশাসক সঞ্জয় পাল, বিশিষ্ট শিক্ষাবিদ নিরঞ্জন দত্ত, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য আধিকারিকরা।
এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কোচবিহারের জেলাশাসক পবন কার্ডিয়ান বলেন, আজ থেকে জেলা পরিষদ ও জেলাশাসক দফতরে এই ই-কার্যালয়ের উদ্ধোধন হল। এই বিষয়টি চালু হলে সবার কাছে খুব কম সময়ে সমস্ত নথি পৌঁছে যাবে। পাশাপাশি সেই নথি গুলি তাঁদের কাছে কতোদিন ধরে রয়েছে তা আমরা খুব কম সময়েই জানতে পারব বলেও জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584