করোনা লড়াইয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মুখ লব আগরওয়াল নিজেই আক্রান্ত

0
164

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

Lav Agarwal | newsfront.co
লব আগারওয়াল। ফাইল চিত্র

করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের অধিকাংশ সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই সরকারি আমলা পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। শুক্রবার টুইটারে নিজের করোনা আক্রান্তের কথা জানান লব।

তিনি জানান, তাঁর করোনা পজিটিভ, সাময়িকভাবে নিয়ম অনুযায়ী তিনি বাড়িতে হোম আইসোলেশনে থাকবেন। তাঁর সঙ্গী সাথী সহকর্মীদের স্বাস্থ্যের অবস্থা বিচার  করতে বলেন।

আরও পড়ুনঃ একদিনে ফের রেকর্ড সংক্রমন! ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ৩,০৩৫, মৃত ৬০, সুস্থ ২,৫৭২

মার্চ মাসের শুরু থেকে করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের মুখ হয়ে দেশের মহামারি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সরকারের হয়ে ইতিবাচক জবাব দিয়ে গেছেন। এবার তিনিই দেশের প্রায় ২৫ লক্ষ আক্রান্তের একজন হয়ে গেলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here