নাবালিকার বিয়ে আটকালো গ্রামবাসীরা

0
53

নিজস্ব সংবাদদাতা, কালনা : ১৯ শে মার্চ– বিয়ের দিনই গ্রামবাসীদের সাহায্যে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন | ঘটনাটি ঘটে সোমবার মন্তেশ্বর থানার মামুদপুর -১ গ্রাম পঞ্চায়েতের কলিয়ারিপুর গ্রামে | এই গ্রামের এক নবম শ্রেণীর ছাত্রীর ( ১৪ বছর) সাথে বিয়ে ঠিক হয় পাশের গ্রাম সাহেবডাঙ্গার ১৬ বছরের কিশোর শামীম মুন্সির সাথে | সোমবার শামীম বর সেজে বেশ কিছু বরযাত্রী নিয়ে কনের বাড়ি হাজির | খাওয়া-দেওয়ার পর বিয়ে পড়ানোর সময় সেই গ্রামের মানুষ বেঁকে বসে | নাবালিকার বিয়ে দেওয়া যাবে না | সিদ্ধান্ত অনুযায়ী গ্রামবাসীরা মৌলবি ও বিয়ে পড়ানোর খাতা আটকে দেয় | বেগতিক দেখে বরকনে উভয়পক্ষই সিদ্ধান্ত নেয় বাইরের কোন মৌলবিকে দিয়ে বিয়ে পড়াবেন | তখন গ্রামবাসীরা মন্তেশ্বর পুলিশ প্রশাসনকে খবর দেয় | শেষে পুলিশ ও ব্লক প্রশাসনের বিরাট একটি টিম ওই গ্রামে গিয়ে হাজির হয় | সাথে গ্রামবাসীরাও যোগ দেয় | শেষ পর্যন্ত বরকনে উভয় পক্ষকেই মুচলেকা দিতে বাধ্য হতে হয় | উভয়পক্ষই লিখে দেয় ছেলে মেয়ে সাবালক না হয় পর্যন্ত তারা বিয়ে দেবেন না | মন্তেশ্বর বি ডি ও বিপ্লব দত্ত জানান– আজকের এই ঘটনার মধ্য দিয়ে বোঝা গেল গ্রামের মানুষও নাবালিকার বিয়ে সম্বন্ধে সচেতন | তাদের ঔকান্তিক সাহায্য ছিল বলেই এই বিয়ে আটকানো সম্ভব হয়েছে |

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here