আগ্নেয়গিরির ভয়ংকর উদগীরণঃ প্রাণে বাঁচতে পালাচ্ছে মানুষ

0
220

ওয়েবডেস্কঃ

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউন্ট কিলাউ-ইয়া আগ্নেয়গিরি ভয়ংকর রূপ ধারণ করেছে।গত ৩রা মে থেকে টানা ধরে লাভা উদগীরণ হচ্ছে।
আগ্নেয়গিরির গলিত লাভা অনবরত রাস্তায় নেমে আসছে।উদগীরণ অব্যাহত থাকায় আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ছে লাভা। ফলে প্রাণে বাঁচতে, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন স্থানীয় বাসিন্দারা।

রাস্তায় লাভা

বিবিসি সূত্রে জানা গেছে, উদ্ভুত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে হাওয়াই কর্তৃপক্ষ। ওই এলাকার ১৭ শ’র বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এছাড়া উদ্ধারকারী দলকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এদিকে আগ্নেয়গিরির লাভা উদগীরণ অব্যাহত থাকলে নিঃসরণের মাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এ অবস্থায় দুর্যোগ পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে স্থানীয় সরকার।

জ্বলছে ঘরবাড়ি

দ্বীপটিতে গত বৃহস্পতিবার ৪০ বছরের মধ্যে সাম্প্রতিক সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আরও এক দফা ভূমিকম্পের পর ছড়িয়ে পড়ে আগ্নেয়গিরির লাভা। এছাড়া বাতাসে বিষাক্ত সালফার ডাই অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ছে। ফলে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here