লালবাগ মহকুমা আদালতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

0
123

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের উকিল ও বিচারকের মনোমালিন্যের কারণে লালবাগ মহকুমার আদালত চত্বরে তালা ঝুলিয়ে বিক্ষোভ উকিলদের। লালবাগ মহকুমা আদালতের উকিলদের সঙ্গে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজের সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্য হয়। সেই মনোমালিন্য থেকেই ঝামেলার সৃষ্টি। আর যার জেরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল উকিলরা।

Lalbagh SDO court
নিজস্ব চিত্র

লালবাগ মহকুমা আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ শুক্রবার সকালে লালবাগ মহকুমার আদালতের মেন গেটে তালা ঝুলিয়ে দেয়। তারপর উকিলরা দেখতে পেয়ে লালবাগ মহকুমার আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজের চেম্বারের তালা লাগিয়ে দেয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে।

Protest
তালা ঝুলিয়ে বিক্ষোভ উকিলদের। নিজস্ব চিত্র

আর যার জেরে বহরমপুর লালবাগ রাজ্য সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। লালবাগ মহকুমার আদালত চত্বরে উকিলদের এই বিক্ষোভের জেরে কার্যত ব্যাহত লালবাগ মহকুমার আদালতের কাজকর্মও। পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।

আরও পড়ুনঃ বন্ধ স্কুল, সপ্তম শ্রেণীর ছাত্র এখন ফেরিওয়ালা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here