নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আইপিএল নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ। ১০০০ কোটি টাকার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বোম্বে হাইকোর্টে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত সারা বিশ্ব, অগণিত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে মারণ এই ভাইরাস।
এমনাবস্থায় বিসিসিআই- এর আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত, এই মর্মেই দায়ের হয়েছে মামলা।সৌরভের বিসিসিআই বিরুদ্ধে আইনজীবী বন্দনা শাহ বলেন, বিসিসিআই অধিকারিকগণ ভীষণই অহংকারী, করোনার ত্রাসে হাজারো মানুষের পরিবার শেষ হয়ে গেলেও সেদিকে কোনোরকম ভ্রুক্ষেপ নেই বোর্ড কর্তাদের।
আরও পড়ুনঃ আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ, জানালেন এইমস ডিরেক্টর
অমানবিকতার পরিচয় দিয়েছে বিসিসিআই। তিনি আরও বলেন, দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বিসিসিআই- এর এবং ১০০০ কোটি টাকা ব্যয় করে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন ও ওষুধের ব্যবস্থাও করা উচিত।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে ঘোষণা করা হয় আইপিএল স্থগিত রাখার কথা। তবে সৌরভের বোর্ড বিসিসিআই চেয়েছিল ম্যাচ চালিয়ে যেতে। যদিও অমিত মিশ্র ও ঋদ্ধিমান সাহার আক্রান্তের পর মত বদলে ফেলেন সৌরভ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584