আইনজীবী সমিতির সমাবেশ বহরমপুরে

0
54

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ নম্বর আর্টিকেল তুলে দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এনআরসি চালু করার চক্রান্তের সৃষ্টি করেছে। এর প্রতিবাদে আজ আইনজীবী সমিতি বহরমপুর ময়দানে এক নাগরিক কনভেনশনের আয়োজন করে। এক আইনজীবীর কথায় কেন্দ্রীয় সরকার তার যে বিভাজন নীতির সৃষ্টি করছে তা সত্যিই নিন্দনীয়।মানুষকে একে অপর থেকে আলাদা করার যে প্রয়াস চালাচ্ছে কেন্দ্রীয় সরকার তা আমরা সকলে মিলে রোধ করব।

Lawyers' Association rally in Berhampore
নিজস্ব চিত্র

কেন্দ্র সরকারের বিভাজন নীতির বিরুদ্ধে সমাবেশ বলে জানান তিনি। আজকের সমাবেশে উপস্থিত ছিলেন সংবিধান-বিশেষজ্ঞ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী, কলকাতা হাইকোর্ট ও অধ্যাপক শেখ শাহিদুল হক, প্রাক্তন সাংসদ।

Lawyers' Association rally in Berhampore
মাইনুল হক, আইনজীবী। নিজস্ব চিত্র

তাদের কথায় মানুষের মধ্যে জাত পাত, ধর্মের চেয়ে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে তা সার্বভৌম, গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধানের লজ্জা। সংবিধানকে বাঁচাতে ও সার্বভৌম গণতান্ত্রিক ভারতবর্ষকে বাঁচাতে আমাদের আজকের এই সমাবেশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here