নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর জেলা আদালত ভেঙে খড়্গপুরে নতুন মহকুমা আদালত তৈরির উদ্যোগের প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতি। পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের বিচার প্রক্রিয়া ১৯৯৬ সাল থেকে। এই উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে আইনজীবীরা প্রতিবাদে মুখর হয়েছিলেন। বর্তমানে এই উদ্যোগ কার্যকরী হওয়ার পথে। তাতেই আইনজীবীরা গত কয়েক সপ্তাহ ধরে কর্মবিরতি করে আদালতের বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে।
আইনজীবীদের দাবি- খড়গপুর শহরের বুলবুলচটিতে যেখানে আদালত স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে নিরাপত্তাহীনতা সহ একাধিক প্রতিকূল পরিবেশ রয়েছে। কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন বিভাগ বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন। সেই মর্মে বিষয়টি কার্যকরী না করার ইঙ্গিত থাকলেও জেলা বিচারক স্থানান্তরের জন্য উদ্যোগ নিচ্ছেন বারবার। তাই অবিলম্বে জেলা বিচারককেই স্থানান্তর করতে হবে। সেই সঙ্গে এই অযৌক্তিক আদালত স্থানান্তর বন্ধ রাখতে হবে।
আইনজীবী দেবী দাস মহাপাত্র বলেন এই দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই মেদিনীপুর জেলা আদালতের প্রধান প্রবেশদ্বার বন্ধ রেখে আইনজীবীরা অবস্থান-বিক্ষোভ করে চলেছেন। তাদের দাবি যতক্ষন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ অচলাবস্থা অব্যাহত থাকবে।
অন্যদিকে বিচার প্রক্রিয়া বন্ধ থাকার কারণে সাধারণ বিচারপ্রার্থীরা প্রায়শই নির্ধারিত দিনে এসে ঘুরে যাচ্ছেন, হয়রান হতে হচ্ছে অনেককেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584