রাজ্যে আইনের শাসন চালুর দাবি আইনজীবীদের

0
51

মনিরুল হক, কোচবিহারঃ

Lawyers demand the rule of law in the state | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যের বুকে সঠিক আইনের শাসন অবিলম্বে চালু করার দাবীকে সামনে রেখে সন্মেলন করল আইনজীবীরা। রবিবার কোচবিহার সাহিত্য সভা হলঘরে (সোমেশ আচার্যী মঞ্চ) অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের দ্বাদশ তম জেলা সম্মেলন সংগঠিত হয়। এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনে মাথাভাঙ্গা কলেজের অধ্যাপক দেবাশিষ দত্ত।

এদিনের এই সম্মেলনে ৩২ জন প্রতিনিধি জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন এই সম্মেলনে।

Lawyers demand the rule of law in the state | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের এই সম্মেলনে সারা জেলার আইনের বিষয় গুলি সম্পর্কেও যেমন আলোচনা হয় পাশাপাশি উঠে আসে এই সময়কালের রাজনৈতিক নেতাদের মদতে আইনের শাসন না মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন প্রতিনিধিরা। এর ফলে রাজ্য তো বটেই গোটা দেশের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার থেকে অবিলম্বে নিরসন হওয়া উচিৎ বলে মনে করেন তারা।

অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদক পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, সারা জেলার আইনের বিষয়গুলি নিয়েও আমরা যেমন আলোচনা করব পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতিকেও আমাদের আইনের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে, তিনি আরও বলেন জেলার বুকে আজ আইনের শাসন নেই, রাজনৈতিক নেতাদের উসকানিতে অপরাধীরা আজ সমাজের বুকে অবাধে ঘুরে বেরাচ্ছে। চারিদিকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তারা।

আরও পড়ুনঃ খড়্গপুর আইআইটিতে চিকিৎসা বিজ্ঞান গবেষণা কেন্দ্র চালুর ঘোষণা

এই সম্মেলনের মধ্য দিয়ে আগামীদিনে সংগঠন পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা। এদিনের সভায় পৌরহিত্য করেন সংগঠনের সভাপতি জহর দেব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here