মনিরুল হক, কোচবিহারঃ
এবার সিএএ নিয়ে তীব্র প্রতিবাদ আন্দোলনে নামল আইনজীবীরা। সোমবার কোচবিহার বার লাইব্রেরী সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ আন্দোলনে দলমত নির্বিশেষে সকল স্তরের আইনজীবীরা অংশ নেয় বলে দাবি করেন ইউনাইটেড লইয়ার মঞ্চের নেতৃত্বরা।
নো এনআরসি, নো এনপিআর, নো সিসিএ এই আন্দোলন করছে বলে জানান এই সংগঠনের নেতা পার্থ প্রতিম সেন গুপ্ত।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গোটা রাষ্ট্রে ধর্মে ধর্মে বিভাজন করে এক অস্থির সামাজিক ও রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে। আরএসএস-এর নির্দেশে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে।
আরও পড়ুনঃ নথি ছাড়াই নাগরিকত্ব আগত বাংলাদেশী হিন্দুদের, প্রতিশ্রুতি সায়ন্তনের
এর বিরুদ্ধে আইনজীবীরা লাগাতার আন্দোলন করে যাবে বলে জানান তিনি। তার আরও বক্তব্য এনআরসি, এনপিআর, সিসিএ আসলে সংবিধান বিরোধী। তার অভিযোগ বিজেপি নেতৃত্বে চলা এই কেন্দ্রীয় সরকার ভারতে সংবিধানের বিরোধিতা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584