মনিরুল হক, কোচবিহারঃ
সারা ভারত আইনজীবী সমিতি কোচবিহার জেলা কমিটির উদ্যোগে শনিবার কোচবিহার বার অ্যাসোসিয়েশনের পাশে দলিল লেখকদের সভাকক্ষে আইনজীবীদের নিয়ে একটি কর্মশালা আয়োজন হয়।
এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়, আইনজীবী সমিতির জেলা সভাপতি পার্থপ্রতিম সেনগুপ্ত, সমিতির জেলা সম্পাদক দেবজ্যোতি গোস্বামী, কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সার্কিট বেঞ্চের পুরোধা আনন্দজ্যোতি মজুমদার সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে ১০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিনের অনুষ্ঠানে মূলত জলপাইগুড়ির হাইকোর্টের সার্কিট বেঞ্চে উত্তরবঙ্গের আইনজীবিরা যাতে অগ্রাধিকার পায় সেবিষয়ে এই কর্মশালা হয়। পাশাপাশি এই জেলার আইনজীবীদের হাইকোর্টে শেখার মতো পরিকাঠামো নেই। সেই কারনেই এদিনের এই কর্মশালা।
আরও পড়ুনঃবিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘাসফুল শিবিরের
এবিষয়ে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক দেবজ্যোতি গোস্বামী বলেন, সম্প্রতি জলপাইগুড়ি কোর্টে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়েছে। সেখানে যাতে উত্তরবঙ্গের আইনজীবীরা কাজ করতে পারে তাঁর জন্য এই কর্মশালা। পাশাপাশি দুটি নতুন ল কলেজের ছাত্র-ছাত্রীরা যাতে সেখানে কাজ করতে পারে সেই কারনে আমাদের এই কর্মসূচি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584