তৃণমূলে চান্স নেই তাই কংগ্রেসের দিকেই লক্ষ্মণ

0
55

শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ

পদ্ম ছেড়ে এবার কী রাজনীতির ময়দানে হাত’কেই হাতিয়ার করতে চলেছেন লক্ষ্ণণ শেঠ?তাঁর মন্তব্যেই জল্পনা তুঙ্গে৷তবে শাসক দলের নেতৃত্ব ছাড়পত্র দিলে তৃণমূলে যোগ দিতেও তাঁর আপত্তি নেই বলে মত একদা হলদিয়ার এই দাপুটে নেতার৷

‘‘বিজেপির কোন রীতি নীতি নেই।কাজ করার কোনও জায়গা নেই। ধর্মীয় অশান্তি তৈরির কাজে ব্যস্ত সব সময়। মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজের কোনও দিক দিশা নেই।’’এই অভিযোগেই রবিবার বিজেপি ছেড়েছিলেন লক্ষ্মণ শেঠ৷তারপর থেকেই শুরু হয় জল্পনা৷নতুন দল তৈরি করবেন? নাকি অন্য কোনও দলে যোগ দেবেন?

লক্ষ্মণ শেঠ।ফাইল চিত্র

এবিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সাফ কথা, ‘‘জাতীয়স্তরে কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল৷কথা হয়েছে তাদের জাতীয় ও প্রদেশ নেতৃত্বের সঙ্গেও৷’’ তবে গোটা বিষয়টিকেই অনুগামীদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন তিনি৷আলোচনার ভিত্তিতেই আগামী কয়েকদিনের ভেতর সব জানানো হবে বলে জানান লক্ষ্মণবাবু৷

যে সিপিআইএম তাঁকে দল থেকে বহিস্কার করেছিল এখন তারাই তো কংগ্রেসের দোসর৷ তাহলে কংগ্রেসে কী ঠাঁই হবে তাঁর?প্রশ্নের উত্তরে একদা দোর্দণ্ডপ্রতাপ এই নেতা আক্ষেপের সুরে বলেন, ‘‘উপায় নেই তৃণমূলে সরাসরি নাম লেখানোর৷শাসক দলের নেতাদের অস্বস্তির কারণ আমার গায়ে আঁটা নন্দীগ্রাম খলনায়কের তকমা৷’’

মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চেয়েও সম্ভব হয়নি বলে জানিয়েছেন সদ্য গেরুয়া শিবির ত্যাগী এই নেতা৷তাই দেখে কংগ্রেসেই আপাতত ঘাঁটি গাড়তে চাইছেন বাম আমলে হলদিয়ার বেতাজ বাদশা।

আরও পড়ুনঃ রুগী চিকিৎসকের হাসপাতাল করিডরে সুখটান ঘিরে বিতর্ক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here