নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন সিপিআইএমের এককালীন তাবড় নেতা লক্ষ্মণ শেঠ।ওদিনই সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় লক্ষ্মণবাবু তমলুক লোকসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের হয়ে এবারের লোকসভা ভোটে লড়বেন।তবে লক্ষ্মণবাবুর এই বারবার দলবদল করাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বাকি রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুনঃ রবিবাসরীয় প্রচারে কংগ্রেস প্রার্থী সৌম্য আইচ রায়
শনিবার তমলুকের রাধামনিতে এক রোড-শোতে উপস্থিত হয়ে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল-কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন,“লক্ষ্মণ শেঠ গিরগিটি।প্রতিদিনই রং পাল্টায়।”অপরদিকে সিপিআইএম প্রার্থী সেখ ইব্রাহীম আলি বলেন,“মানুষ বলছেন লক্ষ্মন শেঠের মাথার গন্ডগোল এসেছে।আমি নিজে ব্যাক্তিগতভাবে এবিষয়ে আর কিছু বলতে চাই না।”তবে লক্ষ্মনবাবুকে তার এই দলবদল নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার ভাষায় জানান,“এবিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না।
এখন আমি যেখানে আছি এটাই আমার অবস্থা।”যদিও কংগ্রেস প্রার্থী লক্ষণ শেঠের বক্তব্য মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে নন্দীগ্রামে সবচেয়ে বেশি ভোট পাবো,সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।তবে এই তরজার মাঝেও কে তমলুকের সাংসদ আসন অধিকার করে সে জন্য নির্বাচনী ফলের আশায় প্রহর গুনছেন সকলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584