নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
লক্ষ্মী দেবীর আরাধনায় মাতল গৃহলক্ষ্মীরা। নিষ্ঠার সাথে লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রতী হন আপামর বাঙালিরা। রবিবার বাঙালির ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী।
রবিবার সকাল থেকে গৃহিণীরা স্নান সেরে সারা ঘরে দেবী লক্ষ্মীকে আহ্বান জানাতে আলপনা দেন। এরপর পুজোর ফল এবং অন্যান্য সামগ্রী জোগাড় করে পুরোহিত দ্বারা লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রতী হন তারা।
‘এসো মা লক্ষ্মী, বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে’ -এই ব্রত নিয়ে সংসারের ধন ও সুখ সমৃদ্ধির কামনা করে দেবী লক্ষ্মীর আরাধনা করেন গৃহিণীরা।
আরও পড়ুনঃ চঞ্চলা লক্ষ্মীর চঞ্চল বাহন
লক্ষ্মী পূজা উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হয়। এদিন ঘরের মেঝেতে ও সিঁড়িতে আঁকা হয় নানান ধরনের আল্পনা। লক্ষ্মীর পদযুগল এঁঁকে দেবীকে আহ্বান জানান গৃহিণীরা।
তারা বাড়িতে তৈরি করেন নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া থেকে শুরু করে নানান উপাচার। শ্রদ্ধা ও ভক্তি সহকারে পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে পুজো হয় ঘরে ঘরে। শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় গ্রামবাংলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584