পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের রাজ্য সড়ক ১০ এর প্রায় পাঁচ কিলোমিটার এর একটু বেশি রাস্তার ডবল লেন তৈরীর শিলান্যাস করলেন কালিয়াগঞ্জের পুরপতি কার্তিক চন্দ্র পাল।
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিয়াগঞ্জে প্রণবানন্দ স্কুলের সামনে এই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কমেন্ট অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পুরসভার উপ-পুরপতি বসন্ত রায়, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা, কালিয়াগঞ্জের ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুৎ বিকাশ মাঝি সহ ঠিকাদার সংস্থার কর্ণধারেরা।
কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল বলেন, দীর্ঘদিন পর কালিয়াগঞ্জবাসীর প্রতীক্ষিত এই গুরুত্বপূর্ণ রাস্তার ডবল লেন তৈরি করার প্রক্রিয়া আজ থেকে শুরু হলো।
তিনি বলেন রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসের আন্তরিক প্রচেষ্টায় এই রাস্তার কাজে ব্যয় হবে প্রায় ২৩ কোটি টাকা।
এদিকে নতুনভাবে এ কাজ শুরু হতে যাওয়ায় কালিয়াগঞ্জের মানুষ ভীষণ খুশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584