নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের খেতুয়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার মুখপাত্র দেবাশীষ চৌধুরী, কেশপুরের বিধায়ক শিউলি সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব। ওই সমাবেশে হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন বলে জানাযায়।
ওই জনসভার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র দেবাশীষ চৌধুরী বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি তাঁর ভাষণে বলেন, বাংলার কৃষকরা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ভালো রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার যে কৃষি বিল পাস করেছে তা কৃষক বিরোধী। ওই কৃষি বিল কৃষকদের সর্বনাশ করবে। তাই দিল্লির রাজপথে কৃষকেরা আন্দোলনে শামিল হয়েছেন।
অথচ কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের আন্দোলন প্রশমিত করতে পারেনি। যেখানে কৃষকরা ঠান্ডার মধ্যে বসে কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেখানে তাদের সাথে কথা বলার জন্য বিজেপি নেতাদের যাওয়ার ক্ষমতা নেই। অথচ বাংলাকে অশান্ত করে তোলার জন্য কৃষকদের বাড়িতে খেয়ে বিজেপি নেতারা কৃষক দরদী সাজার চেষ্টা করছেন। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা তৃণমূল কংগ্রেসকে রক্তচক্ষু দেখাবেন না, তৃণমূল কংগ্রেস আপনাদের রক্তচক্ষুকে ভয় করে না।আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে।
আপনাদের মত তৃণমূলের সরকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি। বাংলার উন্নয়নের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা হাজার চেষ্টা করলেও গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাকে বাংলায় নিয়ে এলেও বাংলায় ক্ষমতায় আসতে পারবেন না। বাংলার মানুষ আপনাদেরকে আস্তাকুড়েই ছুঁড়ে ফেলে দেবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” কৃষকদের মৃত্যু হলেও দু লক্ষ টাকা করে তাদের পরিবারকে সাহায্য করছে রাজ্য সরকার বলে তিনি জানান। সেই সঙ্গে ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকের ফসল নষ্ট হলে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।তাই তিনি বিজেপি কে বলেন আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলা বন্ধ করুন।
আরও পড়ুনঃ বালুরঘাটে আয়োজিত হল জেলা যোগা প্রতিযোগিতা
ওই সমাবেশে কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন, “রাজ্যের সরকার ৬৪ টি প্রকল্প চালু করেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে রয়েছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের উন্নয়নে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই রাজ্যের প্রতিটি সম্প্রদায়ের মানুষের পাশে উন্নয়নের ডালি পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বিজেপি নোংরা রাজনীতির খেলা শুরু করেছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে এবং মুখ্যমন্ত্রীকে অপমান করছে। বাংলার মানুষ এর জবাব দেবেন।” তিনি বলেন,”কেশপুরের মাটি ঐতিহাসিক মাটি,যে মাটিতে ক্ষুদিরাম বসুর জন্মগ্রহণ করেছিলেন। তাই বিপ্লবী ক্ষুদিরাম বসুর উত্তরসূরি কোনদিনই বিজেপি হতে পারে না, কারণ বিজেপি সম্প্রদায়িক দল।” তাই তিনি কেশপুরের সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584