বর্ষীয়ান সাংবাদিক কুলদীপ নায়ারের জীবনাবসান

0
124

ওয়েবডেস্কঃ-

বর্ষীয়ান সাংবাদিক ও মানবাধিকার কর্মী কুলদীপ নায়ারের জীবনাবসান হলো গতরাতে দিল্লির এক হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

বর্তমান পাকিস্তানের শিয়ালকোটে তাঁর জন্ম । তিনি কর্মজীবন শুরু করেন এক উর্দু সংবাদপত্রের রিপোর্টার হিসেবে, পরে তিনি দ‍্যা স্টেটসম্যানেও কাজ করেন। ইন্দীরা গান্ধীর আমলে জরুরি অবস্থা চলাকালীন তিনি গ্রেপ্তারও হন।
পরে, ১৯৯০ সালে গ্রেট ব্রিটেনের হাই কমিশনার নিযুক্ত হয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে রাজ্যসভার সাংসদও মনোনীত হন তিনি।

তাঁর মৃত‍্যুতে লোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন,” তিনি ছিলেন স্পষ্টভাষী ও ভয়ডর হীন।”

বরাবরের স্পষ্টভাষী কুলদীপ নায়ার দেশভাগের জন্য জিন্নাহ ও নেহেরু দুজনকেই দায়ী করেন। তাঁর লেখা ১৫টি বইয়ের মধ্যে ‘বিয়োন্ড দ‍্য লাইন’, ‘ইন্ডিয়া আফটার নেহেরু’, ‘ওয়াল অ‍্যাট ওয়াঘা’, ‘ ইন্ডিয়া-পাকিস্তান রিলেশনশিপ’ বিখ্যাত।

(ছবি- টুইটার)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here