নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
চলে গেলেন নশিপুর রেল ব্রিজ আন্দোলনের অভিভাবক তথা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক এ আর খান।
মুর্শিদাবাদ(লালবাগ) শহরের বিশিষ্ট সমাজসেবী ,প্রাক্তন আর্মি নায়েক এম. আর খান হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে বহরমপুর এর এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর ও জেলার নানা উন্নয়নমূলক কাজে তার অবদান চিরস্মরণীয়। নেতাজি সুভাষ বোস শতবার্ষিকী কলেজ প্রতিষ্ঠার আন্দোলন, মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জারস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব প্রদানের মাধ্যমে জেলায় রেলের উন্নয়নের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন, নসিপুর- আজিমগঞ্জ রেল সংযোগের জন্য সেতু নির্মাণের আন্দোলন, আমানিগঞ্জ- খোশবাগ ভাগীরথী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে আমৃত্যু আন্দোলন চালিয়ে গেছেন । তিনি নবাব সিরাজদৌলা সমিতিরও অন্যতম উপদেষ্টা ছিলেন।
দীর্ঘ সময় ধরে টালবাহানা চলছে লালবাগ-আজিমগঞ্জ রেলপথের কাজে। লালু প্রসাদ যাদব রেল মন্ত্রী থাকাকালীন শুরু হওয়া নশিপুর রেলওয়ে ব্রিজ আজও উদ্বোধনের অপেক্ষায়। একদিকে যেমন রয়েছে জমিজট ও তেমনি অভিযোগ রয়েছে সরকারি উদাসীনতার। এনিয়ে জেলাবাসী বহুবার আন্দোলনে মুখর হয়ে উঠেছেন। সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন খান সাহেব।আজ তিনি চলে গেলেন। এখনও পড়ে রইল তাঁর স্বপ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584