প্রয়াত নশিপুর রেল ব্রিজ আন্দোলনের অভিভাবক এ আর খান

0
186

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:

চলে গেলেন নশিপুর রেল ব্রিজ আন্দোলনের অভিভাবক তথা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক এ আর খান।

মুর্শিদাবাদ(লালবাগ) শহরের বিশিষ্ট সমাজসেবী ,প্রাক্তন আর্মি নায়েক  এম. আর খান হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে বহরমপুর এর এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।  ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর ও জেলার নানা উন্নয়নমূলক কাজে তার অবদান চিরস্মরণীয়। নেতাজি সুভাষ বোস শতবার্ষিকী কলেজ প্রতিষ্ঠার আন্দোলন, মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জারস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব প্রদানের মাধ্যমে জেলায় রেলের উন্নয়নের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন, নসিপুর- আজিমগঞ্জ রেল সংযোগের জন্য সেতু নির্মাণের আন্দোলন, আমানিগঞ্জ- খোশবাগ ভাগীরথী নদীর উপর ব্রিজ নির্মাণের  দাবিতে আমৃত্যু আন্দোলন চালিয়ে গেছেন । তিনি নবাব সিরাজদৌলা সমিতিরও অন্যতম উপদেষ্টা ছিলেন।

দীর্ঘ সময় ধরে টালবাহানা চলছে লালবাগ-আজিমগঞ্জ রেলপথের কাজে। লালু প্রসাদ যাদব রেল মন্ত্রী থাকাকালীন শুরু হওয়া নশিপুর রেলওয়ে ব্রিজ আজও উদ্বোধনের অপেক্ষায়। একদিকে যেমন রয়েছে জমিজট ও তেমনি অভিযোগ রয়েছে সরকারি উদাসীনতার। এনিয়ে জেলাবাসী বহুবার আন্দোলনে মুখর হয়ে উঠেছেন। সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন খান সাহেব।আজ তিনি চলে গেলেন। এখনও পড়ে রইল তাঁর স্বপ্ন।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here