নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন নিয়ে যখন রাজ্য জুড়ে কড়া মনোভাব নিচ্ছে রাজ্য সরকার, করোনা আতঙ্কে কাঁপছে সারা রাজ্য, সেই সময় বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে দলবদল নিয়ে মেতে রয়েছে কংগ্রেস। এর আগে গোয়ালপোখরেও কয়েকশো মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আবার রায়গঞ্জ জেলা পার্টি অফিসে সেই যোগদান পর্ব অনুষ্ঠিত হল।
উল্লেখ্য, করোনা আবহে কোন অনুষ্ঠানেই মানা হচ্ছেনা সামাজিক দূরত্বের নিয়ম। এমনকি দেখা যাচ্ছে, কংগ্রেস নেতাদের মুখে মাস্ক নেই। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি তারা। শুধু কংগ্রেস নয়, জেলার তৃণমূল কংগ্রেস থেকে সিপিআইএম- সব রাজনৈতিক দলই এই ভাবে রাজনৈতিক কাজ করে চলেছেন।
আরও পড়ুনঃ রেশনের দোকানে সামাজিক দূরত্ব না মানাটাই যেন আইন
মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এবং রায়গঞ্জ বিধানসভার যুব কংগ্রেস সভাপতি সৌভিক রায়ের উদ্যোগে আবারও জেলার রায়গঞ্জ বিধানসভার ৯ নং গৌরি অঞ্চলের ১০০ জন টিএমসি-র যুবক জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের হাত ধরে যুব কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী সহ অন্য নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584