নিজস্ব সংবাদদাতা,কোচবিহার:-
কলেজ ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর পাশাপাশি নিহত ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ১ নং ব্লক নেতৃত্ব। এদিন দলের যুব সংগঠনের পক্ষ থেকে দিনহাটা ১ নং ব্লকের কোয়ালিদহে নিহত ছাত্রের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস যুব সংগঠনের দিনহাটা ১ নং ব্লক সভাপতি নিশীথ প্রামাণিক।
এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সাধারণ সম্পাদক দিনহাটা ১ নং ব্লক সভাপতি নিশীথ প্রামাণিক, দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, যুব তৃণমূলের দিনহাটা ১ নং ব্লক আহ্বায়ক নারায়ণ শর্মা, যুব সংগঠনের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়, আনন্দ বর্মণ সহ আরও অনেকে।
এদিন যুবনেতা নিশিথ প্রামাণিক বলেন, দিনহাটা কলেজের ছাত্র অলোক নিতাই দাসকে পিটিয়ে খুন করা হয়েছে। দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র খুনের ঘটনায় অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। তিনি বলেন, ” দিনহাটা কলেজকে দুর্নীতি মুক্ত করতে অলোক নিতাই দাসের রক্ত আমরা কোন ভাবেই ব্যর্থ হতে দেব না বলে জানিয়েছেন। ”
তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক দিনহাটা ১ নং ব্লক সভাপতি নিশীথ প্রামাণিক পাশাপাশি আরও বলেন, “ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে দিনহাটা কলেজ চত্বরে অলোক নিতাই দাস এর শহীদবেদী গড়ে তোলা হবে। সেখানে প্রতি বছর ওই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584