দুবরাজপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

0
37

পিয়ালী দাস, বীরভূমঃ

পুরসভা নির্বাচন ঘোষণা শুধু সময়ের অপেক্ষা তার আগেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের হিড়িক বেড়েই চলেছে বিজেপি কর্মীদের মধ্যে।

শনিবার দুবরাজপুর পুরসভার তৃণমূল কংগ্রেসের পুরপ্রধান পীযূষ পান্ডের নেতৃত্বে দুবরাজপুর পুরসভার ৩ নং ওয়ার্ড থেকে ৪০০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।

leaving bjp join to tmc in dubrajpur | newsfront.co
দলবদল। নিজস্ব চিত্র

পীযূষ পান্ডে জানিয়েছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি কর্মীরা বিজেপি দলের নেতৃত্বের ওপর দিনের পর দিন ভরসা হারিয়েছে কারণ লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল মানুষের কাছে কিন্তু দশ মাস অতিক্রান্ত হয়ে গেল কোন উন্নয়নের কাজ বিজেপি করতে পারেনি বিজেপি নেতাদের মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হয়ে বিজেপিতে যেসব মানুষ চলে গিয়েছিলেন তারা মমতা ব্যানার্জির উন্নয়নের ওপর ভরসা রেখে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন।

আরও পড়ুনঃ কর্মস্থলে যাওয়ার পথে বিপত্তি, ট্রাকের চাকায় পিষ্ট বাইক আরোহী

সদ্য বিজেপি ছেড়ে আসা ওয়ার্ড মণ্ডল কমিটির সদস্য গুরুসদয় নায়েক, আশীষ বাউরী দাবি করেন দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু গত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের বিরূপ নীতি নির্ধারণের জন্য দল ছাড়তে বাধ্য হলাম।

একের পর এক জনবিরোধী গায়ের জোরে পার্লামেন্টে পাস করিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে নরেন্দ্র মোদি, অমিত শাহ। তাদের ভুল সিদ্ধান্তের জন্য সাধারণ মানুষের কাছে আমরা নিচুতলার বিজেপি কর্মীরা মুখ দেখাতে লজ্জা পাচ্ছি। এর থেকে মমতা ব্যানার্জির ছাতার তলায় গিয়ে অনেক খোলা মনের মানুষের জন্য কাজ করতে পারব তাই তৃণমূল কংগ্রেসের যোগদানের সিদ্ধান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here