নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা নতুনবাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ও জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, এলাকার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ সহ আরো অনেকে।
তৃণমূল কংগ্রেসের ওই প্রতিবাদ সভায় পূর্ণ বাস্কে ,শ্যামল টুডু, কৃষ্ণ দুলে ,দেবু টুডু, সুশান্ত সমন্ত ,সম্রাট দুলে ও সমীর অধিকারীর নেতৃত্বে প্রায় ১০০০ বিজেপি কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে বলেন গত লোকসভা নির্বাচনে গড়বেতা বিধানসভা কেন্দ্র থেকে লিড নিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সাংসদ নির্বাচিত হয়েছিল। আগামী দিনে গড়বেতা বিধানসভা এলাকায় বিজেপি দলের কোন অস্তিত্ব থাকবে না তাই মানুষ ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ।
আরও পড়ুনঃ এগরায় ‘বঙ্কিম মেলা’-র সূচনা
যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের সকলকে তিনি স্বাগত জানান এবং তৃণমূল কংগ্রেসে তাদের সকলকে যোগ্য সম্মান দেওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন মানুষকে বেশিদিন ভুল বুঝিয়ে রাখা যায়নি। তাই বিজেপির আসল চেহারা মানুষ এখন বুঝতে পারছে তাই দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শ্যামল টুডু বলেন আমরা ভেদাভেদ চাইনা ,আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা প্রত্যেকেই একসাথে বসবাস করতে চাই। তাই অনেক আশা নিয়ে আমরা বিজেপি দলে যোগদান করেছিলাম ,কিন্তু বিজেপির বিভাজনের রাজনীতি আমরা মন থেকে মেনে নিতে পারি না।
তাই শুক্রবার আমরা সকলেই বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকায় মানুষের স্বার্থে কাজ করার জন্য বিজেপি দল ছেড়ে স্বেচ্ছায় আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।
বিজেপির জেলা কমিটির সহ-সভাপতি মদন রুই দাস বলেন কিছু মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস ওদের দলে নিয়েছে তাতে বিজেপির কোন ক্ষতি হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584