শ্যামল রায়,নবদ্বীপঃ
স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা না থাকায় প্রেমিকা হয়ে যায় শাশুড়ি। শেষ মুহূর্তে শ্বাশুড়ির প্রেমে মজে স্ত্রীর মর্যাদা দিতে পালিয়ে এলো জামাই। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নবদ্বীপ ধাম রেলস্টেশনে। জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা প্রসূন হাজরা শাশুড়িকে নিয়ে পালিয়ে আসেন নবদ্বীপ ধাম রেলস্টেশনে। উদ্দেশ্য শাশুড়িকে স্ত্রীর মর্যাদা দিতেই হবে দাবি শাশুড়ির। শাশুড়িকে জামাই নিয়ে চলে আসায় হতবাক তার স্ত্রী। চোখের জল ফেলে স্ত্রী জানিয়ে দিল আমার মা কেমন বিবেক বুদ্ধি যে আমার সাথে ঘর সংসার আমার সাথে ঘনিষ্টতা না করে আমার মাকে নিয়েই পালিয়ে গেল স্বামী। বুধবার জামাই প্রসূন হাজরা জানালেন যে কিভাবে কেমনভাবে শাশুড়ি আমার সাথে প্রেম তারপর ঘনিষ্ঠতা বেড়ে যায় আমি নিজেও বুঝতে পারছিনা। শাশুড়ি আমাকে জানিয়ে দেন যে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আমার পক্ষে এখন মা-মেয়ে দু’জনকেই রাখা সম্ভব নয়।
গরীব মানুষ তাই শাশুড়ির চাপে পড়েই শেষমেশ শাশুড়িকে স্ত্রীর মর্যাদা দেবার জন্যই পালিয়ে এসেছি। আরও জানা গিয়েছে যে এদিন প্রসূনের বাবা মা এসে অনেকবার নবদ্বীপ জিআরপির সামনে আলোচনার মধ্যে দিয়ে বাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হয়েছেন তিনি। অবশেষে শাশুড়িকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পথ হাঁটলে জামাই প্রসূন। উদ্দেশ্য একটাই অনেকটা দূরে গিয়ে দুজনে ঘর সংসার করবেন।
এই ঘটনায় ঘিরে কেতুগ্রাম এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়ি ছেড়ে পালিয়ে আসা শাশুড়িকে নিয়ে জামাই সংসার করবেন এই প্রতিশ্রুতি দেওয়ার ফলে প্রসূনের বাবা-মা ও ভাই আশাহীন ভাবে বাড়ি ফিরে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584