মনিরুল হক,কোচবিহারঃ
নির্দল ছেড়ে তৃনমূল কংগ্রেসের যোগদান করলো গুড়িয়াহাটি ১ অঞ্চলের ১৪৪ ও ১৪৫ নং বুথে জয়ী পঞ্চায়েত সদস্য সহ প্রায় দেড়শো নির্দল কর্মী সমর্থক। আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে ওই নির্দল সমর্থিত পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য কর্মীদের হাতে তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন।
জানা গেছে, শিবু সরকার গুড়িয়াহাটি ১৪৪ ও ১৪৫ নং বুথে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, গুড়িয়া হাটি ১ নং অঞ্চলের নির্দল প্রার্থী শিবু সরকার দেড়শো কর্মী কে নিয়ে আজকে তৃনমূল কংগ্রেস যোগদান করল। তাদের কে আমরা দলে নিয়েছি।
আরও পড়ুনঃ নেতা দল বদলালেও অনুগামীরা আছেন তৃণমূলেই
এরকমই বহু মানুষ যারা অন্য দিকে ছিল তাঁরা মমতা ব্যানার্জী কে শ্রদ্ধা জানিয়ে ও উন্নয়নে সামিল হতেই তাঁরা তৃনমূল কংগ্রেস যোগ দান করেছে বলে তিনি জানান। এদিকে তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য শিবু সরকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে সাড়া রাজ্যে যে ভাবে উন্নয়ন চলছে সেই কর্মযজ্ঞে সামিল হতেই তৃনমূল কংগ্রেসের যোগদান করলাম বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584