নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১৫০০ কর্মী সমর্থক । মঙ্গলবার মেদিনীপুরে বিদ্যাসাগর হলে ভিড়ে ঠাসা ছিল। এদিন কেশপুর, শালবনি, মেদিনীপুর সদর, ডেবরা, পিংলা, সবং ব্লকের বিভিন্ন গ্রাম থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকরা আসেন।
দলত্যাগী বিজেপি নেতা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি। উপস্থিত ছিলেন বিধায়ক শিউলী সাহা, দীনেন রায়, শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, তৃণমূল নেতা মহম্মদ রফিক।
অজিত মাইতি জানান, বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে। মানুষ আর বিজেপির ওপর ভরসা রাখতে পারছেন না। এনআরসি ও সিএএ-র জন্য বিজেপির নিচু তলার নেতা কর্মীরা এখন আর তাঁদের নেতাদের ওপর আস্থা রাখতে পারছেন না।
অজিত বাবুর দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জেলা পশ্চিম মেদিনীপুর থেকেই বিজেপির শেষের শুরু হয়ে গেছে। আর কয়েক মাস পর এই জেলায় আর বিজেপির পতাকা ধরার লোক পাওয়া যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584