রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
দল বদলে আরও এক নাম যুক্ত হল তিনি হলেন জঙ্গীপুর বিধানসভা থেকে দুই বারের প্রাক্তন বিধায়ক আবুল হাসনাত।আর এস পি থেকে তিনি হাতের সাথে হাত মেলালেন।মঙ্গলবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা গ্রহন করেন।হাসনাতের সাথে জঙ্গীপুরের প্রায় তিনশো আর এস পি কর্মী এবং স্থানীয় নেতৃত্ব কংগ্রেসে যোগ দিয়েছেন বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।২০১৬ র নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হাসনাত শেষ পর্যন্ত কংগ্রেসেই বাঁধলেন ঘর।দল বদলে হাসনাত বাবু জানান যে,তৃণমূল এবং বিজেপির অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাঁর কংগ্রেসে যোগদান।তিনি আরও।জানান যে,পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে গেলে একমাত্র কংগ্রেসকেই দরকার সেই উদ্দেশ্যেই কংগ্রেসে যোগদান।এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন,তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল।টাকা পয়সা দিয়ে তাদের ধরে রাখতে পারছে না।তৃণমূলের আশি শতাংশ কর্মী আছে যাদের মন কংগ্রেসের দেহ তৃণমূলের।তারা সুযোগ খুঁজছে কংগ্রেসে যোগ দেওয়ার।একই সাথে পোড় খাওয়া বামপন্থী নেতারাও যোগ দিচ্ছে।তিনি বলেন,আগামী দিনে মুর্শিদাবাদে কংগ্রেসের জয়-জয়কার হবে।
ভাঙনের জেলা মুর্শিদাবাদ।গঙ্গা পদ্মার ভাঙনে ভিটে ছাড়া বাস্তুহারা মানুষ এখন দেখছে রাজনীতির ভাঙন।দিন কয়েক পূর্বেই সিপিএম ছেড়ে দুই বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।শিল্পহীন অশিক্ষা আর দারিদ্র্য লাঞ্ছিত এই জেলা শুধুই দল বদলের খেলা দেখছে।আর দিন বদলের আশায় দিন গুনছে।
আরও পড়ুন: বর্তমান-প্রাক্তনের মিলনে কল্লোলিত রহমতে আলম মিশন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584