পিয়ালী দাস,বীরভূমঃ
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার ২৪ ঘন্টার মধ্যে রামপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাকেশ মন্ডলকে দল থেকে বহিষ্কার করলো অনুব্রত।রামপুর পঞ্চায়েত প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বললেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ করা দুই সদস্য আজ আমাকে ফোন করেছিলেন।আমি চিনতে পারিনি,পরে বললেন দাদা আমরা আপনার কাছে যোগদান করেছিলাম তৃণমূলে,ভুল হয়ে গেছে আবার বিজেপিতে এসেছি।আপনার কাছে যেতে চাই।অনুব্রত মণ্ডল বলেন আবার ফোন করেছো কেন?যা করেছো ভালো করেছো কখনও সমস্যায় পড়লে আমার কাছে আসবে। পাশাপাশি আদিবাসীদের উদ্দেশ্যে বলেন ঝাড়খণ্ডের দ্বারা প্রভাবিত হবেন না। আপনাদের ঠকাচ্ছে ওদের প্রলোভনে পা দেবেন না।দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন আমরা বরাবর দেখে আসছি সেন্ট্রাল ফোর্স দিয়ে লোকসভার ভোট হয়।এ আর নতুন কি।এখনো এমএলএ হতে পারেনি,পড়াশুনা করেনি,একটা বাগাল। বাগাল তোর কাছে কি শুনব রে,তোর কথা শুনবো না,শুধু দিল্লির কেন্দ্রীয় বাহিনী কেন, দিল্লির আমেরিকার ফোর্সতো আর আসবেনা।পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা সিটের বিয়াল্লিশটায় তৃণমূল কংগ্রেস পাবে কেউ আটকাতে পারবেনা।
পাশাপাশি অনুব্রত মণ্ডল তার নিজের প্রসঙ্গে বলেন কেউ কেউ বলছেন অনুব্রত মণ্ডলকে মেরে দাও, ঝাড়খন্ডে বসে আমাকে মারার ছক করছে মিটিং করা হচ্ছে ঝাড়খন্ডে।অতই কি সোজা আমার কপালে মৃত্যু না থাকলে কেউ মারতে পারবে না। ভগবান যেদিন ডাকবে হাসতে হাসতে চলে যাব।আগামী ১৯ শে জানুয়ারি ব্রিগেড সভা কে রেখে বীরভূমের বিভিন্ন ব্লকে ব্লকে সভা করছেন অনুব্রত। এ দিন মহাম্মদ বাজার থানার অন্তর্গত মোহাম্মদ বাজার কালিতলা মাঠে একটি সভা করেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন: আলিপুরদুয়ারে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584