পুর নির্বাচনের আগেই দল ছাড়লেন তৃণমূল ও সিপিএম নেতা, যোগ বিজেপিতে

0
34

শ্যামল রায়, নবদ্বীপঃ

সামনেই পুরভোট নির্বাচন। নির্বাচনের মুখে নবদ্বীপ শহরে সিপিএম এবং তৃণমূল দলে বড়োসড়ো ভাঙ্গন।
বৃহস্পতিবার নবদ্বীপ শহরের দক্ষিণ অঞ্চলের তেঘরিপাড়া আমন্ত্রণ হলে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ অঞ্চল কমিটির ডাকে এক যোগদান অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানে জেলা সভাপতি আশুতোষ পাল তৃণমূল ছেড়ে আসা ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা গোপাল মন্ডল এর হাতে দলীয় পতাকা তুলে দেন।

leaving tmc and cpim join to bharatiya janata party | newsfront.co
দলীয় পতাকা হাতে দুই নেতা। নিজস্ব চিত্র

এছাড়াও সিপিএম নেতা নীলোৎপল বিশ্বাসের হাতেও দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। একদিকে তৃণমূল নেতা গোপাল মন্ডল এবং সিপিএম নেতা নীলোৎপল বসু ছেড়ে বিজেপিতে যোগদান করে জানিয়ে দিয়েছেন যে,”নবদ্বীপ পৌরসভায় ব্যাপক দুর্নীতি করছে। একদিকে রাজস্ব আয় দিনের পর গরিব মানুষ অসহায় হয়ে পড়ছে”।

আরও পড়ুনঃ ক্ষুদে পড়ুয়াদের করোনা নিয়ে সচতেন করতে স্কুলে মহকুমা শাসক

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তুলছে বলে দাবি ছেড়ে আসা নেতাদের। অন্যায়ের প্রতিবাদে তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ওই দুই নেতা।

তাদের আরও দাবি,এখনো পর্যন্ত নবদ্বীপ দক্ষিণ অঞ্চলে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা হয়নি এবং শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যপারে এখনও এই সরকার হতাশাগ্রস্ত। এমনকি চৈতন্য ভূমি নবদ্বীপে যেভাবে পর্যটনকেন্দ্র গড়ে তোলা দরকার সে ব্যপারটা অনেকটাই অন্ধকারে রয়েছে বলে তাদের দাবি।

এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি আশুতোষ পাল ছাড়াও রঞ্জন অধিকারী, মনোজ বিশ্বাস, ভোলানাথ চক্রবর্তী, অপর্ণা নন্দি, নবীন চক্রবর্তী ছাড়াও দক্ষিণ অঞ্চলের কনভেনার শশধর নন্দী, গৌতম পাল সহ একাধিক নেতা এবং কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here