উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
দুয়ারে সরকার কর্মসূচিতে বাম কো-অর্ডিনেটরদের ব্রাত্য করা হচ্ছে বলে কো – অর্ডিনেটরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ৷ বর্তমানে বাম কো-অর্ডিনেটর দের কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য জানতে দেওয়া হচ্ছে না ৷ এমনই অভিযোগ করেছেন বাম কাউন্সিলরের পক্ষ থেকে রত্না রায় মজুমদার।
এদিন কলকাতা পুরনিগমের রাজ্য সরকারের কর্মসূচিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ এনে ডেপুটেশন দেন কলকাতা পুরনিগমের সদর দপ্তরে।রত্না রায় মজুমদার অভিযোগ করেন, তৃণমূল পরিচালিত এই বোর্ডে বঞ্চিত হচ্ছে বাম কাউন্সিলররা বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটরা।
আরও পড়ুনঃ পিংলায় দুয়ারে সরকারের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র
বাম কাউন্সিলর হওয়ার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তাঁদের জানানো হয় না। ফলে সাধারণ মানুষের কাছে এদিন রত্না রায় মজুমদার অভিযোগ করেন স্বাস্থ্যসাথী কার্ডটি সবার জন্য। এলাকার মানুষ নির্বাচিত প্রতিনিধিদের থেকে জানতে চাইছে কোথায় গেলে ফর্ম পাওয়া যাবে।
অথচ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দুয়ারে কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানেই বাম কাউন্সিলরা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও এই প্রকল্পগুলির সম্পর্কে না জানার ফলে সাধারণ মানুষের কাছে কোনও উত্তর দিতে পারছে না। যেহেতু এটা সরকারি প্রকল্প তাই এতে সমস্ত নির্বাচিত প্রতিনিধিদের অংশ নেওয়ার অধিকার রয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর জনসভার সমর্থনে কেশপুরে মিছিল তৃণমূল কংগ্রেসের
এদিন অভাব-অভিযোগ নিয়ে কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন বাম কাউন্সিলররা। বাম কাউন্সিলরদের অভাব অভিযোগ শোনার পরে তিনি বলেছেন সরকারি কর্মসূচিতে বাম কাউন্সিলররা অংশগ্রহণ করবেন। তাঁদের কাছে ফর্ম পাঠিয়ে দেওয়া হবে। যাতে সকল মানুষ এই প্রকল্পগুলির সুবিধা পান সেই বিষয়েও নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি। ফর্ম বিলির সঙ্গে ফর্ম জমা দেওয়ার পদ্ধতি এদিন তিনি নির্দিষ্ট করেছেন।
এদিন কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের বাইরে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ করোনা পরিস্থিতিতে তারা স্বাস্থ্যপরিষেবা দিয়ে চলেছেন। তাঁদের স্থায়ী চাকরি করা হোক। সমপদের সমবেতনের দাবি নিয়ে আজ বিক্ষোভ করেন জাতীয় স্বাস্থ্য মিশন এর নাম সহ স্বাস্থ্যকর্মীরা। যদিও এই বিষয়ে কোনও স্পষ্ট জবাব দেননি কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584