মনিরুল হক, কোচবিহারঃ
পুর নির্বাচনকে সামনে রেখে বাম-কং জোট আন্দোলনে নামল। এই লক্ষ্যে মঙ্গলবার কংগ্রেস ও বামফ্রন্টের যৌথ মঞ্চ একটি বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে পুরসভার সামনে। তাঁদের অভিযোগ তৃণমূল পরিচালিত এই পুরসভা পুরো পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করছে তাই এই পুরবোর্ডকে পাল্টাবার আহ্বান জানান বাম-কং নেতারা।
কংগ্রেস নেতা মীর মোসারেফ হোসেন বলেন, মানুষকে স্বাভাবিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ পুরসভা। নিয়োগ নিয়েও দুর্নীতি রয়েছে এই পুরসভায়। কোচবিহার পুরসভার বিরোধী নেতা তথা সিপিএম নেতা মহানন্দ সাহা বলেন, শহর বদলাতে এই বোর্ডকে পাল্টাতে হবে। রাজার শহর আজ হতশ্রী অবস্থায় রয়েছে। মানুষ পুরো পরিষেবা থেকে বঞ্চিত।
যদিও বাম-কংগ্রেসের এই অভিযোগ মানতে নারাজ কোচবিহার পুরসভার ভাইস চেয়ার পার্সেন আমিনা আহমেদ। তিনি বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী কংগ্রেস ও সিপিএম যে অভিযোগ করছে তা সত্য নয়। বরং ৩৪ বছরের বাম শাসনে কোনো কাজ হয়নি পশ্চিমবঙ্গে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584