শুভময় সেন, নিউজফ্রন্ট, জিয়াগঞ্জঃ অপূর্ব সরকার ওরফে ডেভিড নিয়ে জল্পনা ছিলই। জল্পনা থামিয়ে কংগ্রেসের কান্দীর বিধায়ক তৃণমুলের ভীড়ে নাম লিখিয়েছেন ইতিমধ্যে। এবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের ঢেকুর তুলে রবিবাসরীয় বিকেলে জোড়াফুলের আশ্রিতা হলেন মুর্শিদাবাদের বিধায়ক। অপূর্ব সরকার দলবদলের দিন নিজের বিধান সভা আসনের পুননির্বাচনের দাবি জানালেও মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে এই রকম কোন দাবি দলবদলের পর শোনা গেল না নব্য তৃণমুল সদস্যার কন্ঠে। ডোমকলের মেয়ে শ্যাওনি সিংহরায় শুভেন্দু অধিকারির পর্যবেক্ষণে ছিলেন বেশ কিছুদিন ধরেই। জিয়াগঞ্জে এদিন দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে রাজ্যের পরিবহন মন্ত্রী নিজের মুখেই বলেন এই বিধায়ককে নিয়ে তাঁর দলের দন্দ ও ধন্দের কথা। এদিনের সভায় একসময়ের কংগ্রেস নেতা সোহরাব হোসেন
দলবদল প্রসঙ্গে বলেন “এটা কেবল কনভার্সান নয়। আমাদের প্রমাণ করতে হবে। এবার হবে আসল পরীক্ষা।“। করে দেখানোর এই চ্যলেঞ্জ নবাগতরা কতটা নিতে পারবেন তা সময়ই বলবে বলে মনে করছেন জেলার রাজনৈতিক পর্যবেক্ষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584