নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃচাকুলিয়ার ১০ নং জেলা পরিষদ আসনে বামফ্রন্টের মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এবার সাহিদ সিদ্দিকী। তাঁকে নিয়ে বামফ্রন্টের নীচু তলার কর্মীদের মধ্যে এখন থেকে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকের অভিযোগ, যারা এতদিন বুক চিতিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগঠিত করলেন তাদের মধ্য থেকে কোন একজন কে প্রার্থী কেন করা হল না? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরুকরেছে নীচু তলার বাম কর্মীদের মধ্যে । দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, সংগঠনের সংবিধান মেনে তাঁকে প্রার্থী করা হয়েছে। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি সাধারণ মানুষের মধ্যে গ্রহনযোগ্যতা রয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাম কর্মী বলেন, যারা পার্টির সক্রিয় কর্মী এবং সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ভাবমূর্তির পাশাপাশি বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে থেকে কোন একজন কে প্রার্থী মনোনয়ন করা হয়। এটা বামপন্থী সংগঠনের নিয়ম।আগা গোড়া থেকে এই নিয়ম মেনে প্রার্থী বাছাই করা হত। কিন্তু সাহিদ সিদ্দিকীর ক্ষেত্রে দলের সে নিয়ম পালন করা হয়নি। তিনি ফরওয়ার্ড ব্লকের কোন সক্রিয় সদস্য ছিলেন না। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়াই আন্দোলন করতে তেমন ভাবে এর আগে তাঁকে দেখা যায়নি । এরকম একজন লোক কে চাকুলিয়া ১০ নং জেলা পরিষদ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে ফরওয়ার্ড ব্লক।
এই নিয়ে নীচু স্তরের বাম কর্মীদের মধ্যে শুরুহয়েছে চাপা ক্ষোভ । মুখে বললেও প্রকাশ্য মুখ খুলে দলের কাছে বিরাজমান কেউ হতে চাইছেনা। তাদের মধ্য থেকে সাহিদ সিদ্দিকী সম্পর্কে কেউ খারাপ বলছে না । কিন্ত তাদের যুক্তি, “বিশেষ করে বেলন, কানকি, সাহাপুর অঞ্চলের সব মানুষের কাছে খুব পরিচিত নন সিদ্দিকী। তাছাড়া লড়াকু স্বচ্ছ ভাবমূর্তির লোকের অভাব ছিল না দলের মধ্যেও । এসব কর্মীদের মধ্য থেকে প্রার্থী চয়ন করলে ভালো হত । কিন্তু তাঁকে কিভাবে জেলা পরিষদের প্রার্থী মনোনয়ন করা হলো তা নিয়ে নীচু স্তরের কর্মীদের মধ্যে কোন স্পষ্ট ধারনা নেই বলে অনেকের অভিযোগ। এই বিষয়ে চাকুলিয়া ফরওয়ার্ড ব্লকের লোকাল কমিটির সভাপতি মহাসিন রহামানি জানান, নতুন চেহারা, নতুন মুখ হিসেবে এলাকায় সাধারণ মানুষের কাছে তাঁর যথেষ্ট গ্রহনযোগ্যতা রয়েছে।
তিনি নতুন মুখ হলেও বাম কর্মীরাই তাঁকে সবাই চেনেন। হয়তো দলের কিছু সমর্থক দের মধ্যে এ সমস্যা থাকতে পারে। তাছাড়া তিনি এলাকার স্থানীয় ছেলে। গোয়ালপোখর ব্লকের ধরম পুর হাই স্কুলের একজন সহ কারি শিক্ষক। পুরাতন হিসেবে জেলা পরিষদের প্রার্থী প্রভু কুমার দাস কে এবার প্রজেক্ট করে ছিল দল । কিন্তু প্রভু দা বয়সের ভারে এবার নিজে নেননি। নতুন স্বচ্ছ ভাবমূর্তি প্রার্থী হিসেবে সাহিদ সিদ্দিকী কে এবার মনোনয়ন করা হয়েছে। তিনি বলেন, আশা করি চাকুলিয়া বামফ্রন্টের ফল ভালো হবে এবং এলাকার সাধারণ মানুষ বাম পন্থীদের উপর আস্থা রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584