নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এস এস সি সহ সমস্ত নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে,স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে, শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনকে সিনেমা হলে পরিণত করার প্রস্তাব বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদে সরব হলো বামপন্থী ছাত্র-যুব ও শিক্ষক সংগঠন গুলি। উল্লিখিত দাবি সহ অন্যান্য দাবিকে সামনে শুক্রবার বিকেলে এস এফ আই, ডি ওয়াই এফ আই, এবিটিএ ও এবিটিপিএ-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে মিছিল সংগঠিত হলো মেদিনীপুর শহরে।
আরও পড়ুনঃ আপদ- মিত্র ইন্টারভিউতে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ সংশ্লিষ্ট দপ্তরের ট্রেনিং প্রাপ্তদের
বার্জটাউনে অবস্থিত এবিপিটিএ জেলা অফিস থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে এই মিছিল গান্ধী মোড়ে প্রদোৎ স্মৃতি সদনের গেটে শেষ হয়। মিছিল অংশগ্রহণকারীরা প্রদ্যোৎ স্মৃতি সদনকে সিনেমা হলে পরিণত করার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভে যোগ দেন এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীতে অংশ নেন। এদিনের মিছিলে নেতৃত্ব দেন শিক্ষক নেতৃত্ব বিপদতারণ ঘোষ,ধ্রুপশেখর মন্ডল, ছাত্র নেতৃত্ব প্রসেনজিৎ মুদি,যুব নেতৃত্ব সুমিত অধিকারী, শুভদীপ সাউ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584