থানা ঘেরাও কর্মসূচির পরেই নারায়ণগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

0
36

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শনিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল প্রায় তিনশ’র অধিক বিজেপি কর্মী সমর্থক। এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

দল বদল। নিজস্ব চিত্র

জানা যায়, শনিবার বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। ঘটনায় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকে। আহত হয় বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী সমর্থক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বহু কর্মী-সমর্থক। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরে সিএএ ও এনআরসির বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজন করা হয় । জানা যায়, রবিবার বিকেলে মকরামপুর এলাকায় তৃণমূলের এক কর্মসূচিতে বিজেপি থেকে প্রায় তিনশর বেশি বিজেপি কর্মী তৃণমূলে, যোগদান করে। তাদের হাতে পতাকা তুলে দেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ,ব্লক সভাপতি মিহির চন্দ ও সূর্যকান্ত অট্ট সহ অন্যান্য নেতৃত্বরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here