নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বহু রাস্তায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেমে পড়েছিল লাল ঝান্ডা হাতে বাম নেতা কর্মী সমর্থকেরা সাধারণ ধর্মঘট সফল করতে। এই ধর্মঘট সফল করতে অভিনব উপায় অবলম্বন করল বামেদের ছাত্র, যুব সংগঠনের সর্মথকরা।
এদিন মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর সরকারি বাস আটকে তার সামনে দীর্ঘক্ষণ ধরে চলল বামেদের ছাত্র – যুব কর্মীদের ক্রিকেট খেলা। দীর্ঘক্ষণ ধরেই এই চিত্র চলার পর ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ আসে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এসে বামেদের ছাত্র যুব কর্মী-সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
তবে এতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ কর্মীদের। এই দৃশ্য তারিয়ে তারিয়ে দেখলেন মেদিনীপুর শহরের বহু পথচলতি মানুষ। মেদিনীপুরশহরের বিভিন্ন কলেজ ও অফিস গুলিতে সকাল থেকেই প্রবেশ পথে ঝান্ডা লাগিয়ে বনধ এর ডাক দেয় তারা৷
আরও পড়ুনঃ বনধের প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরে
মেদিনীপুর শহরের রাস্তায় পুলিশ পিকেট ছিল চোখে পড়ার মত।মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে বনধ তুলতে গিয়ে পুলিশের সাথে সমর্থকদের রীতিমতো ধ্বস্তাধ্বস্তিরও ঘটনা ঘটে৷ পশ্চিম মেদিনীপুর জেলায় ধর্মঘট সমর্থনকারী বহু বাম নেতা কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584