পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ লোকসভার বামফ্রন্ট মনোনীত সিপি আইএম প্রার্থী মহম্মদ সেলিমের সমর্থনে বামফ্রন্টের কর্মী সভায় যোগদান করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১নং ব্লকের ধরমপুর ১নং গ্রাম পঞ্চায়েতের গরগছ মাদ্রাসা মাঠে বামফ্রন্টের কর্মী সভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু,প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি,প্রাক্তন বিধায়ক গোকুল রায়, সিপিআইএম-এর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ নেতৃত্ব।
এদিন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানান, “বিজেপিকে হাটাও দেশ বাচাও আর পশ্চিমবঙ্গ থেকে তৃনমূল হাটাও রাজ্য বাঁচাও। বিজেপিকে যদি পশ্চিম বাংলায় বেশি আসনে হারাতে পারি তাহলে দেশ রক্ষা পাবে এবং তৃনমূলকে হারাতে পারি তাহলে রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করা যাবে।সাধারন মানুষদের সাথে জনসংযোগ বৃদ্ধির জন্য ছোট ছোট কর্মীসভা করতে হবে।
এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে।বামপন্থীদের উদ্দেশ্য মানুষদের কাছে পৌঁছানো।তাই সব কর্মীদের কোমর বেঁধে নামতে হবে।” পাশাপাশি এদিন বিমান বসু বলেন,যারা এখনো বিজেপি চেনেনি তারা অনেক পিছিয়ে আছেন কেননা বিজেপি দেশ টাকে পিছিয়ে ফেলেছে গত পাচঁ বছরে।আর রাজ্যে শাসক দল তৃনমূল কংগ্রেস আমলে উন্নয়ন ভাসছে এমন উন্নয়ন হচ্ছে যে বেকারদের চাকরি নেই,কৃষকদের ফসলের দাম নেই, বেকাররা চাকরির আশায় ধর্ণায় বসেছে।আর শাসক দল উৎসবে মেতে রয়েছে।
আরও পড়ুনঃ দেব ছোট ভাইয়ের মতো ডেবরার কর্মী সভায় ভারতী
তাই ধর্মনিরপেক্ষ দেশ গড়তে রাজ্যের প্রতিটি আসনে বামফ্রন্টের মনোনিত প্রার্থীদের জয়ী করার আহবান করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584