উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকি জানিয়ে দিলেন বামেদের মত কংগ্রেসের সঙ্গেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসন সমঝোতা হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, আগামী দিন ( ভোটের পর) সংযুক্ত মোর্চার সুখে দুঃখে থাকবেন। কখনই তৃণমূলের সঙ্গে যাবেন না।
একুশের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোট নিয়ে রাজ্য রাজ্যনীতিতে শোরগোল তুঙ্গে। বিশেষ করে আবার কংগ্রেসের সঙ্গে আব্বাসের সম্ভাব্য জোট নিয়ে ক্ষুন্ন দিল্লি কংগ্রেসের একাংশ। এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, ভোটের পরই জোট ছাড়বেন আব্বাস সিদ্দিকি। তার পাল্টা জবাব দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রধান।
আরও পড়ুনঃ দিল্লি পুরনিগম উপনির্বাচনে জয়জয়াকার আপের, বিজেপি শূন্য
বুধবার ফুরফুরায় আব্বাস সিদ্দিকি ফোনে নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান, “তৃণমূল কংগ্রেস ও বিজেপি আমাকে সাম্প্রদায়িক বলে দেগে দিয়েছে। তাতে কিছু যায় আসে না। আমাদের সমঝোতা হয়ে গিয়েছে। যখন কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তখন আমার মত তার সঙ্গে থাকা প্রয়োজন। ভোটের আগে বা পরে তৃণমূলের সঙ্গে যাওয়ার কোনও প্রশ্নই নেই।“
আরও পড়ুনঃ রাজ্যের সব আসনেই রয়েছে বিজেপির একাধিক প্রার্থীঃ দিলীপ ঘোষ
কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে একটা জোরাল সমস্যা তৈরি হয়েছিল। সূত্রের খবর, মঙ্গলবার এ নিয়ে বাম, কংগ্রেস ও আইএসএফের বৈঠকের পর তার একটা সমাধানসূত্র বেরিয়ে এসেছে। সুর নরম করেছেন আব্বাসও।
এ নিয়ে বুধবার তিনি বলেন, “বামেরা ত্রিশটা ছেড়েছে। কংগ্রেস আট – নটা আসন দিয়েছে। উত্তরবঙ্গ নিয়ে কোনও কথা হয়নি। তবে আসন দেওয়া নেওয়া ব্যাপারটা দেখছে আইএসএফের চেয়ারম্যান। ভোটের পর জোট ছাড়ার যে কথা উঠছে তা একেবারেই ভিত্তিহীন।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584